-সংলাপ-
আমার বিষাদ বসন্ত বিদায় নিতে চায় এখনই
যখন আমি লিখছি অন্য এক সংলাপের কাব্য ।
আগুনের মৃদু ছোঁয়ায়।
স্মৃতিমেদুর অতীত হয়ে ওঠে সব কুশীলব
আমার সমর্পণের বিভঙ্গে ফুটে ওঠে এক আশ্চর্য্য কমললতা।
আমার বিষাদ সিন্ধু জন্ম দেয় অন্য এক জন্মের
নতুন প্রতীক্ষা আর নীরবতার মাঝখানে
ছোট ছোট আলোর তরঙ্গ দ্যুতি খেলা করে।
দূর হতে ভেসে আসা সাহসী পরাগ
আলগোছে ছুয়ে যায় সুগন্ধি বাতাস।
এখন কোন ক্লান্তি নয়, অভিমান নয়
হলুদ এক বসন্তের পায়ে দিবারাত্রির কাব্য
গচ্ছিত রেখে, আঁচলে বেঁধে নিই
অগনন নক্ষত্রের দীপাবলির পান্ডুলিপি
আমার বিষাদ বসন্ত বিদায় নিতে চায় এখনই
যখন আমি লিখছি অন্য এক সংলাপের কাব্য ।
আগুনের মৃদু ছোঁয়ায়।
স্মৃতিমেদুর অতীত হয়ে ওঠে সব কুশীলব
আমার সমর্পণের বিভঙ্গে ফুটে ওঠে এক আশ্চর্য্য কমললতা।
আমার বিষাদ সিন্ধু জন্ম দেয় অন্য এক জন্মের
নতুন প্রতীক্ষা আর নীরবতার মাঝখানে
ছোট ছোট আলোর তরঙ্গ দ্যুতি খেলা করে।
দূর হতে ভেসে আসা সাহসী পরাগ
আলগোছে ছুয়ে যায় সুগন্ধি বাতাস।
এখন কোন ক্লান্তি নয়, অভিমান নয়
হলুদ এক বসন্তের পায়ে দিবারাত্রির কাব্য
গচ্ছিত রেখে, আঁচলে বেঁধে নিই
অগনন নক্ষত্রের দীপাবলির পান্ডুলিপি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন