সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

জয়িতা ভট্টাচার্য



অমরত্ব
কোনো অলৌকিক সারল্যের ভিড়ে
চারাগাছে দিয়ে মাটি আর জল।
চলে গেছি আশ্চর্যের আশায় আশায়।
তারপর গেছে দিন আর রাত।
ভালোবাসার হাত ধরে দূরে সরে 
যাই দূর রাতের আলোতে 
অলৌকিক সেই স্পর্শে আমি জাগি।
পাখিরা ঠোঁটে নিয়ে উড়ে,উড়ে যায়
আর খুঁটে খায় শব্দের দানাপাণি।
ভালোবাসা হাত ছেড়ে গেলে একা 
আমি বসে বসে দেখি সরোবরে 
মহীরুহ ছায়া ফেলে সে পরিসরে।
কথারা শুধু কথা হয়ে থেকে যায়
অন্ধকারে শেকড় গভীরে আরো 
অনন্ত সুরঙ্গপথে যাত্রা করে 
এখন গাছের মতো বাঁচি আর
মরে যাই ফের স্বখাত সলিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন