শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সব্যসাচী মজুমদার

               







নিরাক
_______
নিরাকের রঙ পড়ে আছে
                         প্রশস্ত গুহায়
প্রবেশ করিনি তার 
        অপেরা দেখেছি 
                           নির্দ্বিধায়...


নৈঋত
________

দ্রোহ আর দুপুরের কেঁচো
        পাল্টে পাল্টে নেয় দিক
তুমি সারঙের মোহন ভেতরে
          ঢুকে মুছেছো নৈঋত


তারপর পুড়েছে বাহু 
ছলাৎ শ্রাবণ বায়ু

চলো,স্পষ্ট আলোচনা হোক
কোথায় বেড়েছে কত ঋণ

আমার মাছের গন্ধে 
            লেগে থাকে
                   অমেয় লেনিন...


চোখের  জলের মতো
________________________


সমগ্র বাতাস এলো
এলো চীবরখানির

কুয়াশা সরেছে ততদূর
মহুলের যতটা পাখির

অবরোহনের চাঁদ যোনি হয়ে যায়
চোখের জলের মতো
                               সঙ্ঘধারনায়...



মধুকূপী
________

আপাতত দেহের ওপারে বসো মধুকূপী,
তুমি বুঝবে কী----মূর্তির পাশে পড়ে আছে অনুথ্থিত?
পড়ে আছে ঈশ্বর ও ভেঙে যাওয়া ডিম

তিরতির করে মৃত্যুগামীর অমেয়
তুমি দেখো,ঠোঁটে আমাদের মাটি
তার দেহের ওপাশে ব্রজ রয়
কিছুটা ধ্বনিত  হলো স্রাব ও প্রণয়...


চিত্রঋণ: ঈষা চৌধুরী 



৬টি মন্তব্য: