নিরাক
_______
নিরাকের রঙ পড়ে আছে
প্রশস্ত গুহায়
প্রবেশ করিনি তার
অপেরা দেখেছি
নির্দ্বিধায়...
নৈঋত
________
দ্রোহ আর দুপুরের কেঁচো
পাল্টে পাল্টে নেয় দিক
তুমি সারঙের মোহন ভেতরে
ঢুকে মুছেছো নৈঋত
তারপর পুড়েছে বাহু
ছলাৎ শ্রাবণ বায়ু
চলো,স্পষ্ট আলোচনা হোক
কোথায় বেড়েছে কত ঋণ
আমার মাছের গন্ধে
লেগে থাকে
অমেয় লেনিন...
চোখের জলের মতো
________________________
সমগ্র বাতাস এলো
এলো চীবরখানির
কুয়াশা সরেছে ততদূর
মহুলের যতটা পাখির
অবরোহনের চাঁদ যোনি হয়ে যায়
চোখের জলের মতো
সঙ্ঘধারনায়...
মধুকূপী
________
আপাতত দেহের ওপারে বসো মধুকূপী,
তুমি বুঝবে কী----মূর্তির পাশে পড়ে আছে অনুথ্থিত?
পড়ে আছে ঈশ্বর ও ভেঙে যাওয়া ডিম
তিরতির করে মৃত্যুগামীর অমেয়
তুমি দেখো,ঠোঁটে আমাদের মাটি
তার দেহের ওপাশে ব্রজ রয়
কিছুটা ধ্বনিত হলো স্রাব ও প্রণয়...
চিত্রঋণ: ঈষা চৌধুরী
এইসব কবিতা আরো অনেকের কাছে পৌঁছনো দরকার। অনবদ্য।
উত্তরমুছুনকেয়া বাত
উত্তরমুছুনমুগ্ধতা জানাই।
উত্তরমুছুনপ্রতিটি লেখাই যেন আপন মহিমায় উদ্ভাসিত!
উত্তরমুছুনঅপূর্ব��
উত্তরমুছুনএই কবির বহুদূর যাবার কথা।
উত্তরমুছুন