শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রঞ্জনা বসু

       


(১) 
মেঘ পাহাড়ের কোলে
                      

মেঘের গায়ে ভাসতে ভাসতে
দেখতে পেলাম পাহাড়ের চূড়া,
পাহাড় ছুঁয়ে দাঁড়িয়ে এক মেঘবালিকা।

তারই কাছে পেয়ে গেলাম ঝর্নার গান
রোদের ঝিলিক আর শান্ত বাতাস,
সমস্ত প্রেম জড়ো করে রাখি
বলি, আমি আছি...

অনেক দূরের থেকে
সে বলল, হৃদয়ে জড়িয়ে রাখো
স্থির চোখ মেলে দিয়ে শান্ত হয়ে দেখো।


(২) 
 স্বাধীনতা দিন
      

অভিজ্ঞতায় বৃদ্ধ মানুষটি
তেরঙ্গা পতাকার নীচে দাঁড়িয়ে
দেখছে আর ভাবছে,
নিজে নিজেই কাঁপছে!

তার ভাবনার গভীরে শুধু শহিদের
স্মৃতি, উদার আকাশে রাখে চোখ
মাটির বুকে থাকে অবনত।

সেখানে ফুটে ওঠে দেশ মাতৃকার ছবি
ঝরা পাতায় পড়ে আছে লক্ষ কোটি 
সংগ্ৰামীর জীবন কাহিনী।

(৩)
 বন্ধু
       

এ পথে যেতে যেতে ফিরে আসার গান শুনি
অপরিচিতের মুখ চিনে নিই, সুখচরে মাথা তোলে আত্মীয় গাছ
বন্ধু আছে বলে এ মাটির বুকে আমরা ভালো আছি।
সব জীবনই আদতে বাঁচার কথা বলে, বন্ধুর কাছে না পৌঁছুলে
জীবনের মাঠ জুড়ে খেলা হয় না। তাইতো বন্ধুতার এত প্রগাঢ় টান
মন বলে ওরে জীবন, আর কটা দিন সুখে বেঁচে থাক।

নদী নালা গাছপালা, পাহাড়ের চূড়া
এত রূপ রস গন্ধ বাতাসের ছোঁয়া, কখনও আলগা হয় না
ভালোবাসার বন্ধনে অটুট থাকে,হাতখানি ধরা থাকে বন্ধুর হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন