বোধন
অব্যুঢ় যুবক সবুজের মতো দানপত্র নিবিড়
ঘাটে বাঁধা তার পরমা মৃদু সুদূর
ডাহুক খুঁজেছে তালগাছ ভালো নাকি শিবির
অভিধানে দুপুর ঘুমায় নিশ্চিন্দিপুর নিশ্চিন্দিপুর।
তুলোর মতো আকাশ কখনো রুপোলি গন্ধে শ্রাবণ
প্রিয়জনের ভ্রমর মাখা কাশফুল নিয়তি রাকা
যুবক তবু শারদ আলোয় অস্থির, সোঁদা পলাতকা
ওপার থেকে নদীর গন্ধে প্রথম আলোর বোধন।
যুবকের
পথ
গেছে
বেঁকে
প্রান্তিক অবশেষে অম্বিকা অথবা আটচালা
তরণী থাকুক অপেক্ষকাতর
বাগধারা নীল পঙ্কজ ই শ্রেষ্ঠ মহিমাপালা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন