সাক্ষ্য
এই গনগনে দুপুরেও ,
হাত দুটো কে
সেঁকে নিয়েছি আগুনে ,
যাতে এই হাতটাই
গায়ে লাগলে ,
ক্ষিদের জ্বালা মরে যায় ।
সদ্য - ফোটা ফুলের
পাপড়ি - খসানো দেখেছো ?
দেখলেই মনে হবে ,
মানুষ - জন্ম ও এতো সয় ?
তবু , কিছু ব্যতিক্রমই
বাঁচিয়ে রাখে ,
বয়ে নিয়ে চলে,
মানবতার ইতিহাস ।
ভেঙে - পড়া ধ্বংস স্তুপের মধ্যে
একটা শীর্ণ হাত শুধু ,
দৃশ্যমান ।
তারই অভিমুখে ,
চলছে খনন- কার্য ,
পুরাতাত্ত্বিক গবেষণার
অকাট্য প্রমাণ ।
বুড়ো বট
শেকড়ের মানচিত্র তৈরি করে
তেমাথা য় দাঁড়িয়ে আছে ,
বুড়ো বট ,----
অগুনতি দিক - ভোলা
মানুষ কে সে পথ দেখায় ,
তাকে অবলুপ্ত করার
সমস্ত প্রচেষ্টা কে
প্রতিহত করে ,
মাথা উঁচু করে ----
তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে,
অতীত থেকে বর্তমান ,
তার গায়ে আঁকিবুকি কেটেছে সময়
কত ভাবেই না তাকে
নিশ্চিহ্ন করার চেষ্টা
হঠাৎ , সাদা মেঘ , কালো হোলো ,
আকাশের বুক চিরে -
বাজ পড়লো ----
দাউ দাউ করে জ্বলে উঠলো ,
বুড়ো বট ,---
স্বেচ্ছা - আত্ম অবলুপ্তি ,
না কি ,
দৈব -নিধনের নিষ্ঠুর চুক্তি ,
বাস্তু - হারানো প্রাণগুলো
ছটফট করেছে সারা রাত ,
প্রাজ্ঞ - বটের জীবন - অবসান
হোলো অকস্মাৎ ।
নেমে যাই
_____________
এই গনগনে দুপুরেও ,
হাত দুটো কে
সেঁকে নিয়েছি আগুনে ,
যাতে এই হাতটাই
গায়ে লাগলে ,
ক্ষিদের জ্বালা মরে যায় ।
সদ্য - ফোটা ফুলের
পাপড়ি - খসানো দেখেছো ?
দেখলেই মনে হবে ,
মানুষ - জন্ম ও এতো সয় ?
তবু , কিছু ব্যতিক্রমই
বাঁচিয়ে রাখে ,
বয়ে নিয়ে চলে,
মানবতার ইতিহাস ।
ভেঙে - পড়া ধ্বংস স্তুপের মধ্যে
একটা শীর্ণ হাত শুধু ,
দৃশ্যমান ।
তারই অভিমুখে ,
চলছে খনন- কার্য ,
পুরাতাত্ত্বিক গবেষণার
অকাট্য প্রমাণ ।
বুড়ো বট
শেকড়ের মানচিত্র তৈরি করে
তেমাথা য় দাঁড়িয়ে আছে ,
বুড়ো বট ,----
অগুনতি দিক - ভোলা
মানুষ কে সে পথ দেখায় ,
তাকে অবলুপ্ত করার
সমস্ত প্রচেষ্টা কে
প্রতিহত করে ,
মাথা উঁচু করে ----
তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে,
অতীত থেকে বর্তমান ,
তার গায়ে আঁকিবুকি কেটেছে সময়
কত ভাবেই না তাকে
নিশ্চিহ্ন করার চেষ্টা
হঠাৎ , সাদা মেঘ , কালো হোলো ,
আকাশের বুক চিরে -
বাজ পড়লো ----
দাউ দাউ করে জ্বলে উঠলো ,
বুড়ো বট ,---
স্বেচ্ছা - আত্ম অবলুপ্তি ,
না কি ,
দৈব -নিধনের নিষ্ঠুর চুক্তি ,
বাস্তু - হারানো প্রাণগুলো
ছটফট করেছে সারা রাত ,
প্রাজ্ঞ - বটের জীবন - অবসান
হোলো অকস্মাৎ ।
নেমে যাই
_____________
এক পা , এক পা করে
নেমে যাই ,
খাজ কেটে , কেটে,---
আয়ু আর বয়সের ,----
বিপন্ন অস্তিত্ব নিয়ে
নেমে যাই গহন গহ্বরে ।
ঘেঁষাঘেঁষি , ঠেলা ঠেলি ,
তার ই মাঝে হাত ধরা
হাতে হাতে ধরাধরি , গলাগলি ।
বোধ হতে বোধে ফিরি
নি সঙ্গ , একা ,
পায়ে পায়ে চলে যাই ,
নামহীন , ছেদহীন
পথ আঁকা ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন