সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সেলিম মন্ডল



সেলিম মন্ডল
বর্ষার কবিতা

.
মাছ ধরে ওরা ফেরেনি
ওদের নৌকাবিহার ছিল খিদের পিঠে
আমরা খিচুড়ি চিবোচ্ছি
জানালায় বর্ষা রঙিন 
ছুটির মতো গাঢ় দ্বিধাহীন পেট নিয়ে

জল থইথই... 
ভাসছে সভ্যতার ঘড়ি এলার্মহীন

.
যতবার ভিজতে চেয়েছি
ঠেলে দিয়েছো বর্ষার দিকে

আমি পুড়ে গেছি অনর্গল






.
ছাতাহীন আমি বর্ষায় চিরবৃদ্ধ

কৌতূহলবশে যতবার দৌড়ঝাঁপ করেছি
একা, একা
হাঁটু মুড়ে পড়ে গেছি কাদায় 



.
বর্ষা একটা ইমোশনের জায়গা
আমার ভিতরকার ফুটপাত যেভাবে বর্ষায় ভরছে
আর বাইরের সঙ্গে মিলিয়ে রাষ্ট্রকে কাঁচা খিস্তি দিচ্ছি
কোনোদিন হয়ত, লেজ কাটা ইমোশনে পারব না
ভালোবাসতে
ভালোবাসার পাশাপাশি মানুষ রাষ্ট্রকে রাখতে

ছবি : গুগুল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন