নির্মাল্য বিশ্বাসকে দেওয়া নারায়ণ দেবনাথের সাক্ষাৎকার শুধুমাত্র সৃজনের জন্য ৷
১)যতদূর শুনেছি শুকতারা পত্রিকার অলঙ্করণের কাজ করতে গিয়ে কমিকস তৈরীর ভাবনা মাথায় আসে ৷ কি ভাবে মাথায় এল যদি বলেন ?
হ্যাঁ , শুরুতেই শুকতারা পত্রিকার অলঙ্করণের কাজ করতাম ৷ একদিন সম্পাদক ক্ষীরোদ চন্দ্র মজুমদার ছোটদের নিয়ে কমিকস তৈরীর প্রস্তাব দিলেন I রাজি হয়ে গেলাম প্রকাশিত হল হাঁদা ভোঁদা ৷
২) হাঁদা ভোঁদা চরিএ ভাবনা কি ভাবে মাথায় এল ?
ছোটবেলায় বন্ধুরা মিলে পাড়ায় পাড়ায় ঘুরতাম ৷ তখন ওত বাড়িঘর ছিল না , রাস্তাঘাট ফাঁকা ছিল ৷ খেলার জন্য অনেক মাঠ , জমি জমা ছিল ৷ বন্ধুবান্ধবের কাছে সেই সব হৈ হৈ আর দস্যিপনা গুলোই মাথার মধ্যে ঘুরত ৷ সেই সব ঘটনাগুলোই হাঁদা ভোঁদার মধ্যে তুলে ধরলাম ৷
৩) বাঁটুল দি গ্রেট চরিত্রটা সৃষ্টি কি ভাবে করলেন ?
হাঁদা ভোঁদা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে I প্রতিমাসে কিশোররা শুকতারা পড়ার জন্য অপেক্ষা করে থাকত সেইসময় সম্পাদক ক্ষীরোদ চন্দ্র মজুমদার হাঁদা ভোঁদার মত আরেকটা কমিকস চরিত্র সৃষ্টি করতে বললেন যেটা ছোটদের মনে জায়গা করে নিতে পারবে ৷ আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম কিন্তু বাড়ি ফিরে খুব চিন্তায় পড়লাম ৷ এমন চরিএ কোথা থেকে পাব ৷ চিন্তা করতে করতে " বাঁটুল দি গ্রেট " ভাবনাটা মাথায় এল । সেই সময় পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল ৷ আমি ও সম্পাদক মহাশয়ের কথায় বাঁটুলকে যুদ্ধে নামিয়ে দিলাম l বাঁটুল যুদ্ধে যাচ্ছে , বিমান নামাচ্ছে, শক্র ধ্বংস করেছে এই সব দৃশ্যগুলো ছোটদের কাছে বাঁটুলকে ভীষণ জনপ্রিয় করে তুলল ৷
৪) ছোটবেলায় শুকতারায় "বাহাদুর বেড়াল" নামে আর ও একটা কমিকস পড়তাম ওটার সম্পর্কে কিছু বলুন ?
শুকতারায় মাঝে কিছুদিন স্টাফদের নিয়ে সমস্যা চলছিল । তাই কিছুদিন শুকতারা অফিস বন্ধ ছিল সেই সময় হাঁদা ভোঁদা, বাঁটুলের সমস্ত প্রচ্ছদ ওদের অফিসে আটকে ছিল ৷ তখন সম্পাদকের অনুরোধে " বাহাদুর বিড়াল" চিত্রকল্প তৈরী করলাম ৷ বাইরের প্রেস থেকে তখন শুকতারা ছাপা হত ৷
৫) প্রচ্ছদে সেই সময় আর ও একটা রহস্য কাহিনী থাকত না ?
হ্যাঁ । ওটার নাম গোয়েন্দা কৌশিক ৷ এখনও চলছে শুকতারায় ।
৬) আপনার অপর এক অসাধারণ সৃষ্টি নন্টে ফন্টে । এই সৃষ্টির প্রেক্ষাপটটা একটু বলুন ?
কিশোরভারতী সম্পাদক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় একদিন বললেন খুব বিপদে পড়েছি ৷ যে ভাবেই হোক আপনাকে উদ্ধার করতে হবে ৷ জানাতে চাইলাম কি ব্যাপার । উনি বললেন ওনার ছেলে দিলীপ চট্টোপাধ্যায় এক চিক্রনাট্য তৈরী করেছেন ৷ ড্রইংটা আমাকেই করতে হবে ৷ রাজী হয়ে গেলাম । কিশোরভারতীতে আত্মপ্রকাশ করল পটলচাঁদ দ্য ম্যাজিশিয়্যান ৷ কিছুদিন চলার পর দীনেশবাবু বললেন এবার একটু অন্যরকম চরিত্রভাবনা সৃষ্টি করুন যেটা কিশোর কিশোরী'র মনে সাড়া জাগাতে পারবে । তখনই অনেক চিন্তা ভাবনার পর নন্টেফণ্টে , কেল্টুদা চরিত্রটা মাথায় এল ৷
৭) বাঁটুল দি গ্রেট ৫০ বছর পূর্তি হয়ে গেল আর নন্টে ফণ্টের বয়স কত হল ?
হাঁদা ভোঁদা তো তার ও অনেক আগে ?
নন্টে ফণ্টে , বাঁটুল দি গ্রেট ৫০ পেরিয়ে ৫২ বছর হল I হাঁদা ভোঁদা সৃষ্টি প্রায় ৫৬ বছর হয়ে গেল ৷
৮) হাঁদা ভোঁদা, নন্টে ফণ্টে , বাঁটুল দি গ্রেট সবগুলোই তো পরবর্তী কালে বই আকারে প্রকাশ হয়েছে তাই না ?
হ্যাঁ ৷ হাঁদা ভোঁদা , বাঁটুল দি গ্রেট, শুকতারা পত্রিকা'র প্রকাশনা সংস্থা.দেবসাহিত্য কুঠির আর নন্টে ফণ্টে কিশোরভারতী প্রকাশনা থেকে বই আকারে বের হয় ৷ তবে সে গুলো অনেক পরে ৷ তার আগে লালমাটি প্রকাশনা সংস্থা কমিকস গুলো একত্রিত করে কমিকস সমগ্র সংকলন প্রকাশ করে ৷
৯) আনন্দবাজার পত্রিকার সাথে আপনি কিছুদিন যুক্ত ছিলেন না ?
হ্যাঁ , সাহিত্যিক বিমল ঘোষ ( মৌমাছি ) আনন্দবাজারে কর্মরত ছিলেন ৷ উনি আমাকে বললেন রবীন্দ্রনাথের জীবনী নিয়ে একটা কমিকস রচনা করতে ৷ লেখাটা ওনার ছিল আমি চিত্রায়ণ করতাম ৷ পরবর্তীকালে বিবেকানন্দ , শিবাজী জীবন নিয়ে কমিকস সৃষ্টি করেছিলাম I বিমলবাবু ব্যক্তিগত কিছু সমস্যার জন্য লেখা দিতে না পারায় আনন্দবাজারে আর কমিকস প্রকাশিত হয়নি ৷
১০ ) লেখালিখি , আঁকা ছাড়া আপনার কি কি ভালোলাগে ?
ফিল্ম দেখতে ভালোবাসি, তবে সব ধরনের ফিল্ম না ৷ অ্যাডভেঞ্চার মুভি দেখতে খুব পছন্দ করি ৷
১১) আপনার প্রিয় লেখক কে ?
রহস্যগল্প ও অ্যাডভেঞ্চার আমার বরাবর ভালোলাগে ৷ প্রেমেন্দ্র কুমার রায়ের " কুমার বিমল " চরিত্রটা আমার খুব ভাল লাগে ৷ শরদিন্দু বন্দোপাধ্যায় ব্যোমকেশ বক্সি তার সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল খুব প্রিয় । সাহিত্যিক আর গল্পকারদের মধ্যে প্রফুল্ল রায় লেখা পড়তে খুব ভাল লাগে ৷
১২ ) আপনি তো " বঙ্গবিভূষণ " "সাহিত্য একাডেমি" আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় খেকে সাম্মানিক " ডি .লিট ( Doctor of lecture ) পেয়েছেন ৷ এই সরকারী সম্মান পেলেন অনেক দেরীতে I এই নিয়ে আপনার কোন আক্ষেপ ছিল বা আছে ?
২০১৩ সালে " বঙ্গবিভূষণ" ,"সাহিত্যএকাডেমি"এবং ২০১৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় "ডি .লিট" সম্মানে সম্মানিত করে ৷ দেরীতে পাওয়া নিয়ে কোন আক্ষেপ বা হতাশা নেই ৷ যেটা পেয়েছি সেটা অনেক আনন্দের ।
১৩ ) পুরস্কার পাবার পর আপনার অনুভূতি কেমন ?
খুশি তো হয়েছি অবশ্যই তবে উচ্ছ্বাসটা আর আগের মত নেই ৷ ৩৫ বছর আগে এই সম্মান পেলে উচ্ছ্বসিত হতাম এখন বয়সের কারণে ততটা হতে পারিনি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন