দৃশ্য-অদৃশ্য
-------------
ঘরের ঠিকানা ক্রমশ আবছা, ঘোলাটে
-------------
ঘরের ঠিকানা ক্রমশ আবছা, ঘোলাটে
আমি হেঁটেই চলেছি.....দুপায়ে জড়িয়ে আসা ক্লান্তি
সজাগ দু-কানকে অপেক্ষায় রেখেছি
একটি পিছুডাকের
একটি পিছুডাকের
চোখের ভিতর রাখা বিকারে মাপহীন সমুদ্র
এতো জোয়ার তাতে, যে নোনা ঝিনুক বুকের খাঁচায় টুকরো হয়ে ভাঙতে শুনি প্রতিক্ষণ
এতো জোয়ার তাতে, যে নোনা ঝিনুক বুকের খাঁচায় টুকরো হয়ে ভাঙতে শুনি প্রতিক্ষণ
আমার ভিখিরী যাপন রক্তের আঁচল মুড়িয়ে আমার বুকেই দোল খেয়ে যায়
বড় মায়া হয় নিজের উপর
হৃৎপিন্ডের ছাদে হাজার রুদালি চিৎকার করে উঠলে, আমি সচেতন হই।
হৃৎপিন্ডের ছাদে হাজার রুদালি চিৎকার করে উঠলে, আমি সচেতন হই।
থমকে দাঁড়াই।
চোখের সামনে টলমলিয়ে ওঠে তোমার দুফালা বুক, জলময় দু-চোখ
মিশে যায় দৃষ্টির অগোচর...
মিশে যায় দৃষ্টির অগোচর...
স্নানঘরের বালতিতে রাতের স্বপ্নের কাটাকুটি
আর সারাগায়ে বাস্তবের জ্বর মেখে
বুঝি-
তোমার যে নরম বুকে কাল সারারাত আদর আঙুল বোলাচ্ছিলাম, তা আমার খেলনা-বাটির ঝুড়িতে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে পড়ে।
আর সারাগায়ে বাস্তবের জ্বর মেখে
বুঝি-
তোমার যে নরম বুকে কাল সারারাত আদর আঙুল বোলাচ্ছিলাম, তা আমার খেলনা-বাটির ঝুড়িতে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে পড়ে।
হাপুশ নয়নে সমস্ত প্রশ্নবাণ একটা একটা করে গোছাতে গোছাতে
দেখি
ঘরময় তোমার শুধু তোমারই পায়ের ছাপ...
দেখি
ঘরময় তোমার শুধু তোমারই পায়ের ছাপ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন