বুধবার, ১৪ জুন, ২০১৭

কোজাগরী



বেয়ারিং...

বেয়ারিংয়ে পৃথিবীর তিনভাগ  ; সমুদ্র ছোঁয়া হয়নি।
সুনসান পথে ঐতিহাসিক হিম
গচ্ছিত রয়ে গেলো হৈমন্তিক চিঠি।
মোহনা ছুঁয়ে যদি কোজাগরী খুব গা ঘেঁষে দাঁড়ায়
আচমকা প্রান্তরে নোনাজল জমে
হেমন্তের নিশানে হিসেবী শ্মশান বাঞ্জারা।
পরিসংখ্যানে জমে সমুদ্রের শ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন