(১)
দৃষ্টি
############
যতটা বেঁচে থাকা যায় , ততটাই
মিষ্টিফুলের গন্ধে , সকালটা অন্ধ
হলে চলবে না। জিম যাও
মেদ ঝরাও -
আরও কিছুটা হাঁটো। হাঁটতে
হবে।
ইঙ্গিত পাচ্ছো নাকি তুমি
ভৈরবের জুজু , সমাধিস্থ মন
সব পায়।
সুন্দরী ফুলের মতো দেখা যায়
কীট দংশন , ভয়ের মতন
ওসব কিছু নয়
###################
স্বপ্ন
কেউ নেই। ঠায় দাঁড়িয়ে আছে রাস্তা
এখানে গোপণে স্বপ্ন বিক্রি চলছে।
গরিব-গুর্বু , মজদুর ভাইসব
লাইনে দাঁড়িয়ে , লাইনে বে-লাইন
ট্রেনলাইন পার হচ্ছে সিগনাল ছাড়া
স্যালাইনের বোতলে মুখ পোড়াচ্ছে কারা?
কেউ নেই। ঠায় দাঁড়িয়ে আছে রাস্তা
এখানে গোপণে কয়েক আউন্স চাঁদ
টপটপ টপটপ ...
রাস্তা ভাঙছে চোঙা!
###################
সংসার
(ক )
নির্দিষ্ট সময়ে অফিস করা ছাড়া
আর যা যা করি
তাতে তোমার নাম নেই।
একটি দরজা , সকালে উঠে
দোর দেয় রাত্রি বারোটায়
আর যা যা করি
তাতে তোমার নাম নেই।
একটি দরজা , সকালে উঠে
দোর দেয় রাত্রি বারোটায়
(খ )
হে মুরলীমনোহর
স্বপ্নেও তুমি জানো না
এই পন্ডশ্রম
এই আবালবৃদ্ধবনিতা
সব চাই
সব -
মনটুকু বাঁধা রাখা আছে গোয়ালঘরের
এককোনে!
স্বপ্নেও তুমি জানো না
এই পন্ডশ্রম
এই আবালবৃদ্ধবনিতা
সব চাই
সব -
মনটুকু বাঁধা রাখা আছে গোয়ালঘরের
এককোনে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন