বুধবার, ১৪ জুন, ২০১৭

এ কে এম আব্দুল্লাহ


দৃষ্টির ভাঁজে 


তীব্র মনখারাপের পর,সন্ধ্যারা হেঁটে গেলে ঝুপির দিকে কুপিগুলো নিভে যায়। আর মধ্যরাতের শরীর থেকে নেমে আসে শিক-কাবাবের সাথে টমাটোক্যেচাপের গন্ধ।  

শেষরাতের নক্ষত্রগুলো চাবাতে চাবাতে জিরাফের মত আকাশে উঁকি দিলে সূর্য চার্কোলের বাকেট থেকে ওঠে আসে যুবতী রাতের ঝলসানো দেহ। 
আমরা সেই দেহ,লটকিয়ে দিই- নিষিদ্ধ দোকানের বারান্দায়। 

আর আমাদের ভেতর বহুযুগ পুরোনো ইচ্ছেরা জেগে ওঠলে চোখ থেকে নেমে আসে বিপর্যস্ত নেশা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন