জোনাকি ও চাঁদ
১) সুপারি গাছের মাথা থেকে চাঁদটা
গড়িয়ে নামল
সেকি জ্যোৎস্না চারিদিকে
হই হই রব
কত মানুষ, সাইকেল, ভ্যান, টোটো
অটো বাদ নেই কোনো যান
দাদা একটু সাইড দিন, একটা সেলফি
বেঁচে থাকতে থাকতে একটা চাঁদ যার
কিনা খসে পড়া দেখলাম নিজ চোখে
২) দাদা আমি নিউজ থেকে এসেছি
একটু বলবেন, কে প্রথম...
তারপর,
কী হল--
পাশের বাড়ির উর্তি যুবকের হস্তমৈথুনের
শেষ কাঁপুনির
ঠিক আগেই --
৩) একটা গোল আলো
শুনেছি সূর্যের ধার করা
কিন্তু
কোনো তেজ নেই
মুখ ভার নেই
স্নিগ্ধ, মায়া, মমতা
যেন অফুরন্ত ভালোবাসার প্রতীক
৪) ফেসবুক জুড়ে স্ট্যাটাসের বন্যা বয়ে গেল
সেলেবদের ছাড়িয়ে গেল লাইক, কমেন্ট, শেয়ার
এক এক চ্যানেলের এক এক নিউজ
কোথাও চাঁদখসা
তো
কোথাও চন্দ্রপতন
৫) পরের দিনের জন্য সুকান্তের পোড়া রুটির
কথা সবাই ভুলে গেল
এত কথা, এত নিউজ
কিন্তু
চাঁদটা গেল কোথায় ...
তাকে ধরে মিউজিয়ামে রাখলে বেশ
পয়সা আসত সরকারের ঘরে
চুরি হয়ে গেল
নাকি উধাও
পৃথিবী হজম করে ফেলেনি তো?
6) ঘুরছে তো ঘুরছেই
যা গেছে তা নিয়ে এত হিসেব কষে
কী লাভ
নতুন একটা তৈরি করলেই হল
চাঁদা তুলে
কুপন কেটে
৭) হঠাৎ
এ
কি
কালো কাপড় বেঁধে জোনাকির মিছিল
তাদের কী হবে,
তাদের আলোর স্বীকৃতি কে দেবে?
মা
ম
লা
হ র তা ল
জ্যোৎস্না সরাতেই হবে----
৮) খোঁজ খোঁজ
মিসিং ডায়েরি
তল্লাশি
ও
ল
ট
পা ল ট
ভাঙচুর
খোঁড়া খুঁড়ি
একটাই চিন্তা, জ্যোৎস্না সরাতেই হবে।
৯) অনশন
মৃ
ত্যু
নিউজ গিলছে দর্শক
চাঁদের দেখা নেই
ন্যায্য দাবি জোনাকির
জরুরী অবস্থা...
১০) মেখে নাও
পকেটে ভরে নাও
বিলিয়ে দাও
জ্যোৎস্না
রাতের পথের পথিক জোনাকি
তার দাবি মেনে নাও
হারানো চাঁদ জ্যোৎস্না পেল
জোনাকি পেল রাত
চাঁদ জোনাকির মিলিত রূপ
পৃথিবীর পেল স্বপ্নের ডাক—
১) সুপারি গাছের মাথা থেকে চাঁদটা
গড়িয়ে নামল
সেকি জ্যোৎস্না চারিদিকে
হই হই রব
কত মানুষ, সাইকেল, ভ্যান, টোটো
অটো বাদ নেই কোনো যান
দাদা একটু সাইড দিন, একটা সেলফি
বেঁচে থাকতে থাকতে একটা চাঁদ যার
কিনা খসে পড়া দেখলাম নিজ চোখে
২) দাদা আমি নিউজ থেকে এসেছি
একটু বলবেন, কে প্রথম...
তারপর,
কী হল--
পাশের বাড়ির উর্তি যুবকের হস্তমৈথুনের
শেষ কাঁপুনির
ঠিক আগেই --
৩) একটা গোল আলো
শুনেছি সূর্যের ধার করা
কিন্তু
কোনো তেজ নেই
মুখ ভার নেই
স্নিগ্ধ, মায়া, মমতা
যেন অফুরন্ত ভালোবাসার প্রতীক
৪) ফেসবুক জুড়ে স্ট্যাটাসের বন্যা বয়ে গেল
সেলেবদের ছাড়িয়ে গেল লাইক, কমেন্ট, শেয়ার
এক এক চ্যানেলের এক এক নিউজ
কোথাও চাঁদখসা
তো
কোথাও চন্দ্রপতন
৫) পরের দিনের জন্য সুকান্তের পোড়া রুটির
কথা সবাই ভুলে গেল
এত কথা, এত নিউজ
কিন্তু
চাঁদটা গেল কোথায় ...
তাকে ধরে মিউজিয়ামে রাখলে বেশ
পয়সা আসত সরকারের ঘরে
চুরি হয়ে গেল
নাকি উধাও
পৃথিবী হজম করে ফেলেনি তো?
6) ঘুরছে তো ঘুরছেই
যা গেছে তা নিয়ে এত হিসেব কষে
কী লাভ
নতুন একটা তৈরি করলেই হল
চাঁদা তুলে
কুপন কেটে
৭) হঠাৎ
এ
কি
কালো কাপড় বেঁধে জোনাকির মিছিল
তাদের কী হবে,
তাদের আলোর স্বীকৃতি কে দেবে?
মা
ম
লা
হ র তা ল
জ্যোৎস্না সরাতেই হবে----
৮) খোঁজ খোঁজ
মিসিং ডায়েরি
তল্লাশি
ও
ল
ট
পা ল ট
ভাঙচুর
খোঁড়া খুঁড়ি
একটাই চিন্তা, জ্যোৎস্না সরাতেই হবে।
৯) অনশন
মৃ
ত্যু
নিউজ গিলছে দর্শক
চাঁদের দেখা নেই
ন্যায্য দাবি জোনাকির
জরুরী অবস্থা...
১০) মেখে নাও
পকেটে ভরে নাও
বিলিয়ে দাও
জ্যোৎস্না
রাতের পথের পথিক জোনাকি
তার দাবি মেনে নাও
হারানো চাঁদ জ্যোৎস্না পেল
জোনাকি পেল রাত
চাঁদ জোনাকির মিলিত রূপ
পৃথিবীর পেল স্বপ্নের ডাক—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন