বুধবার, ১৪ জুন, ২০১৭

শুভাশিস সিংহ


মীরা 

)

তুই বসলি অপেক্ষার চেয়ারে 
প্রাসঙ্গিক অবকাশের কথোপকথনে

তুই এলি সব কমা , দাঁড়ি মুছে
দৈনন্দিন অভাব অনটন ভুলে

তুই প্রকাশিত অশান্তির নোনা জলে
প্রতিক্রিয়া পরিণাম প্রকাশ না করে
চলে গেলি পরম পরিপূর্ণতায়
সংখ্যাধিক্য অভিমতের প্ররোচনায়
তবু সিদ্ধান্তের অচিরায় 
"মীরা " হয়ে ...


১০)

কথা থেকে ভুল খুঁজলে
পান্ডুলিপি কোন কবিতা নয়

বিশ্বাস নিখুঁতভাবে সাজালে 
অপেক্ষা' প্রত্যাবর্তন অনিবার্য

বিরতির চোখে স্পষ্ট বিজ্ঞাপন
"গোপন নেশা মুক্তি কেন্দ্র"


১১)

জানিস মীরা 
এখানে বাজার ওঠে আর নামে
ঠিক তোর বুকের মতন
বাজার কি 
সেটা সবাই জানে না
এটা জানে তুই রক্ত মাংসের একটা গতর
বিশেষ চোখে নারী; বেশির ভাগের মাগি
আর সেন-সেক্স চ্যাতানো ঠ্যাং এর মাঝখান দিয়ে বাড়ে
সমাজের ভোজালি




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন