দেখা
........
........
সমুদ্র দেখতে গিয়ে লোকে কুড়িয়ে আনে
সামুদ্রিক মৃত ঝিনুকের খোলক
তারপর দৈনিক শিয়রের পাশে ঘড়ির অসুখ,
ঘুমের পিল - পরিযায়ী পাখির লাল ঠোঁটে
কাকে যেন কথা দিয়ে ভুলে গেছি,
'ফিরে আসবই- ঠিক ফিরে আসবই একদিন'
ভ্রমণ কাহিনির আনলায়, তবুও কিছু প্রিয় জামা
ধুলো ধরলে যত্নে ধুয়ে ভাঁজ করে রাখি
নতুন নতুন জন্মদিনে বন্ধুদের ডাকি
নিবিড় ভাবে ছুঁয়ে দেখাই নিভৃতে- একাকী
ওপাশে আলোর বৃত্তে গোটানো জানালার শহর
টবের স্লেট মুছে হাতের আঙুলে লাগে ঝাউয়ের শিহরণ
অদ্ভুত ম্যাজিক বাক্সের মত সারা ঘর ভরে যায়
অসংখ্য নীল-নীল ঢেউয়ের নরম ফেনায়
তোমাকে দেখি, এভাবেও তো তোমাকে দেখা যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন