বুধবার, ১৪ জুন, ২০১৭

শুভ আঢ্য


তেরোর অস্ট্রেলীয় কিশোর-কিশোরীরা / মাইক হপকিন্স
(মায়া অ্যাঞ্জেলু’র পর)

(কালো চামড়া)
তাড়িত হয়েছে মা
বাবা তোমার বিয়ারে আসক্ত
ভাই খুইয়েছেদৃষ্টি, হারিয়ে গেছে তোমার বোন...
আর একইরকম আছে বছর তেরোর কিশোরেরা

তোমার অন্য ভাইয়েরা গন্ধ নিচ্ছে পেট্রলের
কাকা জেলে, সঙ্গীরা অনুনয় করছে অর্থের,
রেস্তোরাঁয় খরচের জন্য...
অথচ তেরোর কিশোরীরাএকইরকম আছে

আর তুমি, লজ্জিত করে তুলছ আমায়
যেমন তুমি আছ, আমি বলছি থাকো,
যেমন থাকা হয়
আর তুমি বিদ্রুপ করছ শুধুই,
অথচ সেই তেরোরা একইরকম থাকছে




(সাদা চামড়া)

তোমার মা বেঁকে উঠেছে ওষুধের প্রতিক্রিয়ায়
বাবা বন্ধুদের সাথে, আর ক্ষুধামান্দ্য বোন
চোখের সামনেসে হয়ে যাচ্ছে ফ্যাকাসে
যদিও একইরকম আছে,কিশোরী তেরোরা

তোমার মেয়ে নেশাড়ু
ছেলের আনন্দ বারংবার আঘাতে
যাজক তাদের স্থির থাকতে দেয় না
আর শুধুই চেয়ে থাকো তুমি
অথচ একইরকম থেকে যায় ওই তেরোরা

তুমি ওই শহরে থাকো
এবং কেনো প্রয়োজনীয় জিনিস
অথচ তোমাকে তখনও অসুখী লাগে
কারণ কখনই যথেষ্ট পাওয়া হয় না
নাহ্‌,
এবং তেরোরা সে’রকমই থেকে যায়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন