রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

সুবীর সরকার

                



গৌরীপুরের পান আর গোলকগঞ্জের গুয়া
সুবীর সরকার

১৫.
"গঙ্গাধরের পারে পারে রে
কাশিয়া ঝোপা ঝোপা
তারি তলে সোনার বন্ধু ডাঙায় দোতরা"

বিকেল আর সন্ধ্যের ফাঁকে এই গান গাইতে গাইতে নদী গঙ্গাধরের বিস্তীর্ণ চরের উপর দিয়ে হাঁটতে থাকেন বসন্ত মালি।বসন্তের কাঁধে মস্ত এক ঢোল। কাঠি ঢোল।এই জনপদের সকলেই এই ঢোল আর ঢোল কাঁধে হেঁটে যাওয়া বসন্ত মালিকে প্রায় সমার্থক ভাবেন।প্রায় তিন কুড়ি বছর জুড়ে এই ভূগোল পরিধী জুড়ে ঢোল নিয়েই কাটিয়ে দিলেন।তার ঢোল কথা বলে।গানের জুলুস জুড়ে এক তীব্র মাদকতা নির্মিত করতে থাকে বসন্তের ঢোল।
আজ বসন্ত যাচ্ছে কইমারির চরে।সেখানে "রাজার বেটির" গানের আসর।সারারাত ধরেই গানের জলসা চলে এই অঞ্চলে। গানবাড়ি জুড়ে মস্ত মেলা বসে যায়।আবার গান শুনে গঞ্জ গ্রামের বউ বিটিদের চোখ ভিজে যায়।আবার গানের মাঝে শরীরে পুলক জাগিয়ে দু চার পাক নেচেই ওঠেন শশীকান্ত,তারামোহন,চন্দ্রধরেরা।গান বুঝি তাদের জীবনের মস্ত উৎসব!অদ্ভুত যৌথতায় বেঁচে থাকা।
বসন্ত মালি যেমন ছাড়তে পারলেন না এই গানের মায়া।গান আর ঢোল তার জীবনকে কিভাবে পাল্টে দিল!
পুরোন দিনের স্মৃতি হাতড়াতে হাতড়াতে বসন্ত গঙ্গাধরের চর পেরোতে থাকে।স্মৃতি তাকে বিমনা করে।এত সবের মাঝে প্রায় সন্ধ্যের রহস্যময় পরিসর জুড়ে বসন্ত তার চোখের মায়াজল সামলাতে না পেরে পুনর্বার গেয়ে ওঠে গান_
"এপার থাকি না যায় দেখা রে
নদীর ওই পরের কিনার"
১৬.
জীবন খুব সুন্দর।জীবন আশ্চর্যরকম সুন্দর।ভরা সভায় যখন বসন্ত মালি ঢোল বাজায়, ঢোলে ঝড় তোলেন তখন জীবনের প্রতি মায়া বেড়ে যায়।
গঙ্গাধরের চর অতিক্রম করতে করতে কিংবা কইমারীর চরে প্রবেশ করতে করতে বসন্তের একটা প্রস্থানভূমির কথা মনে পড়ে যায়।কার্তিকের চর জুড়ে তখন দুধের সরের মতন হালকা কুয়াশায় পর্দা।আকাশে কুয়াশা মাখা অনবদ্য চাঁদ।বসন্তের অন্যমনস্কতা কাটে না! সে বুঝি অন্যমনস্কতার মধ্যে আবার গান টেনে এনে তার শরীরের পেশিসমগ্রতায়
কিরকম দূরাগত হয়ে পড়তে থাকে।আর চরের ওপর দিয়ে ছড়িয়ে পরে গানের সুর_
"হামার দ্যাশত বড় বাঘের ভয়
রে সোনা রায়"
জীবনের পর জীবন এভাবেই বাঁচা। বেচেঁ থাকা।
জীবন আদর করে।জীবন নিয়ে যায় ভরা হেমন্তের খেত মাঠে শূন্যতায়।বসন্ত প্রবেশ করেন কইমারির
চরে।আর এই প্রবেশের অনুষঙ্গে অন্তরীক্ষে ঘুরে বেড়ায়,উড়ে বেড়ায় গান_
"তুই জীবন ছাড়িয়া গেইলে
আদর করিবে কায় জীবন রে"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন