মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

জ‍্যোতির্ময় মুখার্জি



পৃথিবীতে আঁধার নামলে


পৃথিবীতে আঁধার নামলে এসো করি ঘুমের আয়োজন
চোখ খুলো না, ও চোখ কাপড় দিয়ে ঢাকো
ঠোঁট খুলো না, ও ঠোঁটে তর্জনী নামিয়ে রাখো

আমাদের গলিত উপহারে আজ ঘর সাজাবো

এ ঘরে দেওয়াল নেই
এ ঘরের মেঝে নেই
এই ঘরের ছাদটিও শেষ বৈশাখে গেছে উড়ে

তুমি শুধু জানলা জুড়ে পর্দা টাঙিয়ে রেখো





1 টি মন্তব্য: