"সৃজন " এই সপ্তাহের কবি মনোজ দে ৷
মনোজ এই সময়ের এক প্রতিভাবান কবি ৷১৯৯২ বাঁকুড়ায় জন্ম৷অতিথি অধ্যাপনা পেশা ৷ তার উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ " আমি ঈশ্বর ছুঁইনি (২০১৮) এবং শরীরে সংগীত রেখো ( ২০১৯) ৷
অসুখ পেরিয়ে যাওয়া কোনও মিথের সকালে
•••
১.
ছোঁয়াছুঁয়ি সম্পর্কিত নিষেধাজ্ঞা আর নেই
এমনই সকালে ঘুম ভেঙে দ্যাখো
সরকার তোমার জন্য ফুল পাঠিয়েছে
হাতে তুলে, শুঁকে নাও
সেই উদ্ভাসিত আলো ঘরময় ছড়িয়ে পড়লে
আমরা ফের হাঁটতে বেরোব
২.
আলিঙ্গন ফের স্বাভাবিক
উষ্ণ চায়ের পেয়ালা, দ্রিম দ্রিম ওড়ে ধোঁয়া
বৃষ্টি তখনও আসেনি, ঝড় বলতে, শ্বাসাঘাত
ছন্দ ভুলে চুম্বনে মিশেছে
৩.
এতদিন যাকিছু লিখেছ, নিজের ফাঁকফোকর
এসো, দুজনে মিলিয়ে দেখি
আঙুল তো এত সূক্ষ্ম নয়, উপশম ঢালু
অভ্যাসে গড়িয়ে দিও শুধু
৪.
জীবনের অপর নাম পাহাড়
হাত ধরো। ফুটম্যাপ বিশ্বাসে ভাসিয়ে দাও
তোমার উন্মুক্ত পিঠ যেন মহৌষধি
ছুঁয়ে আছি, এই বিশ্বাসে, শিহরণ জাগায়
৫.
ওড়না প্রাচীনপ্রবাদ। প্রকাশ্যেই দেখা হবে আমাদের
স্পর্শে কোনও বিষ নেই আর
তোমার আঙুল ছুঁয়েই প্রথম প্রমাণ পেলাম
৬.
কমিউনিটি কিচেন আজ খেলার সামগ্রী
যে যার পেশায় মত্ত
এবার তোমায় পাশে পেতে হলে
ফের নাটকের দরখাস্ত
৭.
একদিন সন্ধ্যে হয়ে যাবে
বাড়ি ফিরব না কেউ
একদিন কারফিউ থাকবে না শহরে
সারারাত একসাথে দেখব চাঁদ
৮.
রাস্তা যে যার মতই ব্যস্ত
তোমার হাতের প্লেট উড়ে যাচ্ছে
হওয়ায়, তখনও পকেটভর্তি ক্রাইসিস
আরও একবার একটাই প্লেট ভাগাভাগি করে নেব
৯.
এঁটো নিয়ে তো ছুঁৎমার্গ নেই
শুধু কে প্রথমে মুখে তুলবে
আলতোভাবে আঙুলে কামড়, একটি স্মৃতি
আমাদের প্রথম দিনের কাছে নিয়ে যাবে
১০.
মুষড়ে পড় না প্রিয়
সময় এখানে শেষ নয়
অসুখের আয়ু, জেনে রেখো
মৃত্যু পেরতে পারে না
এই যে স্থাপত্যে মোড়া দেশ
হাজার হাজার প্রিয় গান
তুমিও কিছু তো লিখে রাখো
পড়ে নেব আগামী সকালে
মনোজ দে।
জন্ম - ১৯৯২
ঠিকানা - বাঁকুড়া, পশ্চিমবঙ্গ।
পেশা - অতিথি অধ্যাপক
)
ek nombor ar dos nomborta darun!
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুন