শুক্রবার, ১৫ মে, ২০২০

সম্পাদকীয়


সারা বিশ্ব আজ ভয়ংকর পরিস্থিতির শিকার৷প্রতিদিন সংবাদমাধ্যম যে সংখ্যাতত্ত্ব দিচ্ছে তাতে আশঙ্কা বেড়েই  চলেছে আমাদের Iসারা বিশ্ব এক মারণ ব্যাধির স্বীকার ৷ সংক্রমণ আমাদের জীবনকে চার দেওয়ালের  মধ্যে বন্দী  করেছে I আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে চলছি যখন সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে ৷ বৈশাখ মাস আমাদের কাছে উৎসবের মাস । রবীন্দ্রনাথ ,নজরুলের জন্মমাস ৷এনারা আমাদের জীবনের কঠিন সময়কে সহজ করে তুলেছেন ৷
" তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম ঘুচায়ে "
সত্যি আমারা সবাই যেন নির্মল থাকতে পারি ।আমাদের ভাবনাগুলো যেন সর্বদা হাওয়ায় উড়ে বেড়াতে পারে ৷ বন্দীদশায় কাছে এনে দিয়েছে সম্পর্কগুলোকে ৷ স্বামী -স্ত্রী ,বাবা - মা , কন্যা - পুত্র ,ভাই - বোন সম্পর্কগুলোকে যেন এক ছাদের তলায় এনে দাঁড় করিয়েছে ৷সংক্রমণ না হলে বোঝা হত না কত কথা ! কত যন্ত্রণাকে উপশম দিয়েছে ৷ এই যুদ্ধ কালীন পরিস্থিতিতে একদল মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে চলেআর কাছে হাসপাতাল ,থানা , রাস্তায় ।কুর্নিশ তাদের ৷ সারা বিশ্ব অবশেষে একটি বিষয়ে সমবেত হতে পেরেছে ৷ দেরীতে  হলেও আমরা বুঝেছি সারা পৃথিবীকে সকলের বাসযোগ্য করে তুলতে হবে ৷ কীট ,পতঙ্গ , পশু ,মানুষ সবাই আমরা একসাথে চলতে পারি ৷ 

আমাদের জীবনে দূষণ ওতপ্রোত ভাবে জড়িত I এই সংক্রমণের জেরে দূষণের মাত্রা কমে গেছে Iপৃথিবী যেন আবার স্বমহিমায় ফিরে এসেছে ৷ ব্যস্ততম পৃথিবী শান্ত হয়ে গেছে পূর্বের মত Iকিন্তু সময় এগিয়ে চলছে ৷আর এই সময়ের ভূমিকায় অন্যতম মাধ্যম হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷ বিশ্বের এই কঠিন সময়ে মনকে আরাম দেওয়ার জন্য সৃজন চলে এসেছে আপনাদের পিছুপিছু ৷জোর করে লিখিয়ে নিচ্ছে কবি ,লেখকদের দিয়ে ...

এ সময়ের তোড়ে বয়ে চলে 
আগামীকাল
দূরত্ব নয় 
আমরা বরং মিলে মিশে থাকি 

কোয়ারিন্টিন জীবনে আমিটুকু 
যেন দিয়ে যেতে পারি 
বিশৃঙ্খল দিনলিপি লেখা থাকে সময়ের কুলুঙ্গীতে ...

আমাদের এই সংখ্যাতে আছে উপন্যাস ,গদ্য ,কবিতা ,গল্প ,অণুগল্প ইত্যাদি ৷ লিখেছেন মলয় রায়চৌধুরী ,স্বপন রায় ,তুষ্টি ভট্টাচার্য ,যুগান্তর মিত্র ,জয়তী রায় তথা লেখকেরা ৷সবাই সৃজনে থাকুন ,ভালোবাসায় থাকুন ।আমরা সবাই সংক্রমণ মুক্ত পৃথিবীতে একসাথে হাঁটব ৷ 

সম্পাদক
পারমিতা চক্রবর্তী 

৬টি মন্তব্য:

  1. খুব সুন্দর হয়েছে সম্পাদকীয় লেখা। আর সৃজন ব্লগ ম্যাগাজিন এবারে খুব সুচারুভাবে পরিবেশিত হল। অনেক শুভেচ্ছা রইল।

    উত্তরমুছুন
  2. সম্পাদকীয় লেখা খুব ভাল হয়েছে

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন