রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

লিপি সেনগুপ্ত

                                          






এই সংখ্যার কবি লিপি সেনগুপ্ত ৷জন্ম অরণ্য শহর ঝাড়গ্রামে। স্কুলের পড়াশোনা সেখানেই, পরবর্তীতে কলকাতায় স্নাতকোত্তর পর্ব।ছোটবেলা থেকেই কবিতার প্রতি আগ্রহ সাথে স্কুল ম্যাগাজিনে লেখালেখি।বর্তমানে  বিভিন্ন পত্র পত্রিকা সহ ওয়েব ম্যাগাজিনের পাতায় কবিতা এবং মুক্ত গদ্য প্রকাশিত হচ্ছে।স্থায়ী বসবাস কলকাতায় ....

১॥


কেন গেলে

-------------




যাওয়ার কথা কি ছিল?তবুও গেলে

ধানক্ষেত ,বট গাছ,নদী—

ডোবায় কচুরিপানা, উঠোনে ধানের গোলা

ঐ....ঐ পাশে গোয়ালঘর

পিছনে বাঁশঝাড় আর কোণাকুণি মেঠো গলি

একটু এগোলেই রায়দের পোড়োবাড়ি

সব ফেলে। আর...থাক্—


বললে, আসি...দুয়ার ধরে দাঁড়িয়ে ছিলাম

তুমি এগিয়ে গেলে

শেষ ছায়াটুকুও মিলিয়ে গেল

উঠোনের রক্ত জবা গাছের আড়ালে

বেলাশেষে মাটির বুকে ঝরে পড়া রক্তজবাও বলেছিল "কেন গেলে?"


যাওয়ার কথা কি ছিল?তবুও তো গেলে

কিছু না বলে এইভাবে চলে যেতে আছে?




২॥


নিভৃত বাস

----------------

লিপি সেনগুপ্ত 


নিভৃতবাসে কোন জানলা থাকে না

অন্তর চুঁইয়ে আলো আসে

ভাবনার গুপ্ত কারুকাজ

বিম্বিত দেওয়াল


বুকে ধাক্কা দিয়ে 

ঘাট থেকে নৌকাও ভেসে যায় বারবার

জলের কাছে  

এক দিগন্ত ঋণ,অচেতন...


যাওয়ার  কথা তো সবারই 

পিছুটানে মরসুমি ফুল

কিছু কথা , সংগোপন...

সে খবর মাটি জানে


নিভৃতবাসে জানলা লাগে না

বৈরাগীই জানে

কতটুকু গেলে ফেরাও যায় সহজে।


৩।।


অভিসার 

-----------

লিপি সেনগুপ্ত 


শুরুর থেকে শুরু করে

মাঝপথে পথ ভুলে গেলে ধানক্ষেত প্রতিটি ধানের শিষে আঁকা পথ 

সেই পথ ধরে,বুভুক্ষু শরীরে

 চলে যেতে যেতে একদিন

পেয়েছি আসমানী নীল জলাশয়! 


শুরু করা সেই পথের

 নাম তো ছিল না কোনো

জলাশয় ...কি নামে ডাকব তোমায়,বলো!


যদি নাম রাখি "অভিসার"

জলজ ভেলায় আমাদের সংসার 

বলো, ভাসবে কি? 


৪॥


সাংকেতিক 

-------------


লিপি সেনগুপ্ত 



সংকেত পেতে পেতে সাংকেতিক ভাষাবুঝে গেছি সব

মিছরির মত চুষে চুষে নিই তার কুচি

এখনও বেলা পড়ে এলে টের পাই 

পাখিদের পাখসাট,খুঁনসুটি

এসব কি সেই ভাষা নয়?


স্থির জলের ভাষা যারা জানে

পাড়ে বসে থাকে নির্নিমেষ

মাঝি,সে'ও তাকায় ,দূরে...  

ধ্রুবতারা আকাশের বুকে

কি যেন বলবে

সে ভাষাও চেনা চেনা লাগে


লতাপাতা জড়ানো সায়াহ্নে 

পাথরকুচির মত কত শত মুখ

ভালোবাসা বোঝে কেউ, কেউ বা অবুঝ

সংকেত বোঝে

আমি নির্বাক নিভৃত নিশীথ 

ভাষাহীন দিনলিপি সে তো

সতত সাংকেতিক…



৫॥


বসন্ত জোনাকি

-----------------

লিপি সেনগুপ্ত 


অভিমানের দাগ মনের পিলসুজে

ছেঁড়া ছেঁড়া  কথার গায়ে চাঁদের ছায়া  

নিজেদের ভুলভ্রান্তি তুলে রাখা চিলেকোঠার ঘরে

তারপর আল ধরে হেঁটে গেছে কেউ

গর্ভের সাক্ষী সোনা ধান আর এলোমেলো বসন্ত 


এক ফাল্গুনী সন্ধ্যায় বলেছিলে,

পূর্ণিমার জোৎস্না জেনে বুঝেই নাকি পাগল করে সোমত্ত পুরুষকে


জোনাকির আলো সারা শরীরে মেখে 

সামনে গিয়ে দাঁড়াব

চোখ নামিয়ে দেখো,

পাকা ধানের গন্ধে 

তুমি যেমন রাগ পুষেছ বুকে


আমি  তেমনই  রেখেছি 

এই বসন্ত জোনাকি।



  





৪টি মন্তব্য: