রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পিয়াংকী

                           


গরম বাহার। ঊনিশতম পর্ব।আজ নিম্নচাপ, শীত জমিয়ে পড়ার আগে এটা একটা ট্রেলার বলা যায়, এই মরসুমে টুকটাক আন্দোলন তো হয়েই যেতে পারে, তেল কড়াই ধনেপাতা লংকা ফুলকপি বাঁধাকপি... উঁহু আর কী চাই।


"শীতকাল কবে আসবে সুপর্ণা"...সুপর্ণা এল কম্বলের তলায় পা ঢুকিয়ে বসল। নরম ঠান্ডা দু'গাল বেয়ে তখন বৃষ্টি।  জমিয়ে শীত। কি রান্না করব ভাবতে ভাবতেই... 


আজ যাকে পকোড়া বলে,আমরা সেকেলে বাঙালিরা একেই আবদার করে বড়া বলি। আজ রইল গরমাগরম ফুলকপির বড়া আর বাঁধাকপির বড়া



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন