বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

তিতাস বন্দ্যোপাধ্যায়

আত্মহনন

ঘড়ির দিকে তাকালে, 
তোমার সামনে কী কী ভাসে,
আমি বলে দিতে পারি।
 
আমি বলে দিতে পারি,কালো বৃত্তের মধ্যে তোমার মা বোন যে সমস্ত দাগ কেটে রেখেছিল তাদেরই তুমি ' বাবা' মনে করো।
    
ভীষণ সন্ধ্যে হয়...
শিয়ালের গলা থেকে খসে যায় শেষ ডাক।
অভিশপ্ত রাত নেমে আসে।
তুমি আত্মহত্যা করো আবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন