বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য

কিছু না বলা কথা 
অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য 
সময়ের আগে ছুটে চলেছে মন  তাকে জব্দ করতে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠি  এখন যেমন চলন্ত ট্রেনে বাউল গলা ছেড়ে গান গেয়েই চলেছে  অনেকেই হাত বাড়িয়ে দুদশ টাকা ধরাচ্ছে ব্যগের মধ্যে হাত ঢুকিয়ে রাখলাম কিছুক্ষন বেচারা আশায় ছিল দেবো কিছু  রুমাল বের করে ঘাম মুছলাম  ট্রেন থামতেই সে নেমে পরেছে  এখন গান নেই শব্দ আছে  চাকার ঘর্ষণের  একটা দৃশ্য , আরেকটা অদৃশ্য  মনের চাকায় সব পিষে দিচ্ছি  জানলার বাইরে ডুবন্ত সূর্য - “ সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো ” কিন্তু সূর্য ডুবলেই বড় ভয় করে  অন্ধকারমন কে আরও বিষাক্ত করে তোলে  তখন মনে হয় মাংস লোভীরা ঘুরে বেড়াচ্ছে দলে দলে  সমাজের চেনা , অচেনা গণ্ডীর ভিতর চলে কসাই খানা  হাতের স্পর্শ বুঝিয়ে দেয় কে কেমন ভাবে জবাই করবে  লক্ষ্মী , সাবিত্রীবেহুলা প্রজাতির ভাষা , বা স্বভাব কোনটাই অনুসরন করিনা  একপ্রকার বেহায়া মেয়ে মানুষ বলা চলে যখন প্রতিবাদ শিখে গেছি সেখানে হায়া নেই কোন  মাটিতে খসে পড়া লজ্জা শিখিয়ে দিয়েছে লড়াই  সংবাদ পত্রের প্রথম পৃষ্ঠায় স্থান পেয়ে যেতে পারি যখন তখন  উলঙ্গ শরীর দেখতে দেখতে জনগন দেখে নেবে সাহস , শক্তি  ভিতরে ভিতরে হয়ত অসম্মানের টুকর গুল ভেঙে পড়বে  তখনও আমার অর্ধ মৃত আত্মা থেকে উঠে আসবে আমরা বাঁচতে চাই  আমরা বাঁচব  আর জনগন ঠিক আমার মতো পকেটে হাত ঢুকিয়ে লোভ দেখাবে ভাবব এখুনি এগিয়ে আসবে সহস্র সাহায্যের হাত  কিন্তু তারা তখন ব্যস্ত কিছু লাইক আর কমেন্টে দিতেসাবাস এগিয়ে যাও  
ছবি : পারমিতা চক্রবর্ত্তী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন