শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

তুষ্টি ভট্টাচার্য


শিকার / 

বাজপাখিটি উড়ে এসে বসেছে শিকারির ছাদে
শিকার অবশ্যম্ভাবী ভেবে তারা নিস্তব্ধ হয়েছে।
হায়নাও ছিল, আর চিতাবাঘটি
হরিণ হরিণ, তুমি কী বোঝ না
কস্তুরীঘ্রাণ নয়, মাংসর দোকান তোমায় ডেকেছে!
মানুষ স্বভাব বশত দেখতে শিখেছে
পাখির উড়ান যেমন নিয়ত হয়েছে।
এসবই আলোর খেলা
আঁধারের দোলাচল নেই
শিকার শিকারির জ্বলে ওঠা চোখ
দেখে অভ্যস্ত থেকেছে
এমনই এক সামগান
এমনই এক ঋজু জটিল কাঠামোয়
মানুষ থেকেছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন