শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

দীপাঞ্জন মাইতি

চিরন্তনের ভাষা
-----------------------
               

শীতের শেষ.. গলে যাচ্ছে বরফ,
বরফ গলা জল বয়ে যাচ্ছে পাথর থেকে পাথরে,
ছড়িয়ে... ছিটিয়ে যাচ্ছে গাছের পাতায়,
পাতার ডগা থেকে জলের ফোঁটা ঝরে পড়ছে মাটিতে,
ঝর্ণার জল পেরিয়ে যাচ্ছে ঝিঁ ঝিঁ ডাকা জঙ্গলের পাশ দিয়ে,
অনেক উঁচু থেকে আছড়ে পড়ছে পাথরের বুকে,
ফেনা কাটছে জলে, শব্দ হচ্ছে.. ভীষণ শব্দ হচ্ছে,
কথা বলছে পাহাড় - জলপ্রপাতের ধাপে ধাপে বিন‍্যস্ত পাথরগুলোর সাথে।
ঝর্ণার জল নদী হয়ে বয়ে আসছে অনেক দূরে ঐ পাহাড়টা থেকে,
আমার এখানে নদী শান্ত - আমি বসে থাকি নদীর পাড়ে,
যখন জোয়ার লাগে - নদীটা আমার সাথে কথা বলতে এগিয়ে আসে,
পাড়ে ছলাৎ ছল আওয়াজ হয়, আমরা গল্প করি।
এখন সন্ধ‍্যে নেমেছে, আমি বাড়ি ফিরছি,
নদীটা সমুদ্রের দিকে চলে গেছে;
অনেকটা পথ... ওর রোজ দেরী হয় বাড়ি ফিরতে,
সমুদ্র রেগে যায় রোজ, খুব রেগে যায়, খুব বকে.. অনেক তির্যক কথা বলে..
অভিমানে ঘর ছাড়া নদী একদিন মেঘ হয়ে যায়,
আকাশ তাকে ফিরে যেতে বলে ঘরে,
খুব তর্ক হয় অনেক কথা হয় অনেক কথা..
হেরে গিয়ে নদী বৃষ্টি হয়ে নেমে আসে চেনা পৃথিবীর বুকে,
পাথুরে ঝর্ণা, গাছের পাতা, শুকনো চর বেয়ে ছড়িয়ে পড়ে ফুটিফাটা মাটির বুকে,
মেয়ে ঘরে ফিরেছে.... ওরা সবাই আনন্দ করে..
জনে জনে বয়ে দেয় বাতাস সে আনন্দ বার্তা,
সবুজ ধানের ক্ষেত বেয়ে বয়ে যায় ওরা উৎসব করে,
ভিজে হাওয়া লাগে মরুভূমির গায়ে -
ওরা শুনতে চায় সুখবর ওরা শুনতে চায় জঙ্গলে ডাকা ঝিঁ ঝিঁ র শব্দ;
আকাশ সাগর বাতাস পাহাড় গাছ পাতা নদী বালি সবাই কথা বলে নিজের ভাষায়।
তখনও বলত যখন তুমি আমি ছিলাম না..
আজও বলে, কালও বলবে যখন আমরা নির্বাক হয়ে যাব।
যেদিন নিস্তব্ধ হয়ে যাবে প্রতিটি সংগ্রাম অপভ্রংশ অস্তিত্বের লজ্জায়,
সমাজ সেদিন এক মালিকের মুঠোয় -
তার অট্টহাস‍্য নিশ্চিত করবে বিজয় গর্বের অতিপৃক্ততা;
সবার অলক্ষ‍্যে অনেক দূরে কোন জঙ্গলে তখন ছোট কোন বস্তিতে মেঘের তালে বাজবে মাদল -
মাথা তুলে দাঁড়াবে বছর নয়েকের ওহিউল্লাহ,
শুরু হবে সংগ্রাম আবার অধিকারের, মাতৃভাষার অধিকারের;
একটা একটা করে আমাদের ভাষা একদিন.. হারিয়ে যাবে,
হয়ত সব সংগ্রামের শেষে হেরে যাবে সবাই,
অবশিষ্ট বিজয়ী রয়ে যাবে একা, থাকবে না কোন বার্তা, থাকবে না কোন শ্রোতা;
সেদিন নিষ্প্রয়োজন হবে পরিচিত অপরিচিত অক্ষর বর্ণ বর্ণমালা,
মরে যাবে আমার তোমার সবার ভাষা,
রয়ে যাবে শহীদের নাম আকাশ সাগর বাতাস পাহাড় গাছ পাতা নদী বালির কথায় রূপকথায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন