শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

সম্পাদকীয়


বসন্তের দুয়ার খুলে গেল । খুলে গেল আমের মুখ ৷ যে মুখের মধ্যে সবুজ রঙ লেগে আছে তার কোন মা নেই ৷আছে কিছু শব্দ । ইদানিং শব্দহীনতায় ভুগছি ৷ কি লিখব বা লিখব না ভাবতেই সামনেই ২১ ফেব্রুয়ারি কথা মনে পড়ে গেল ৷ "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস "৷ 

১৯৯৯ খ্রীষ্টাব্দে'র  ১৭নভেম্বর  ইউনেস্কোর প্যারিস 
অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।এখন প্রশ্ন হল মাতৃভাষা'র জন্য মাত্র ১টি দিন ! কেন ? যেখানে বার বার অবজ্ঞা স্বরে তাকে ছুড়ে ফেলা হচ্ছে ৷ মাতৃভাষা কি ? তাকে স্বীকৃতি দেবার জন্য ইতিহাসের অবদান কি হয়তো জানেই না আজকে'র প্রজন্ম ৷ বিদেশী ভাষার প্রতি আকর্ষণ বেড়ে চলছে কিন্তু রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ পড়ছেন কি ! প্রশ্নটা কিছুটা তর্কের উদ্রেগ ঘটাতে পারে ৷ তবুও চেতনায় আনা দরকার ৷



কিন্তু " সৃজন " পাঠকদের কাছে দায়বদ্ধ ৷ প্রতি সংখ্যায়  লেখক ,কবিগণ নিরলস ভাবে লিখে চলেছেন কখনও ধারাবাহিক কখনও গল্প , প্রবন্ধ কিংবা কবিতা ৷ এই সংখ্যায় আমাদের ফেসবুক গ্রুপ " শব্দের হাতেখড়ি " আয়োজিত "মাতৃভাষা দিবস " উপলক্ষ্যে প্রতিযোগিতা সেরা লেখা স্থান পেয়েছে ৷ 
পড়ছেন কি কেউ ? নিশ্চই পড়ছেন
  ৷ না হলে পাঠক সংখ্যা বাড়ছে কিভাবে ? লেখা পাঠান আপনিও অবশ্যই ৷ ভালোবাসায় থাকুন ৷ আসন্ন বসন্ত উৎসব ৷ মার্চ সংখ্যাটিকে শব্দ রঙে ভরিয়ে তুলতে এগিয়ে আসুন আপনিও ৷



ছবি : অন্তর্জাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন