শঙ্খবেলা
এসো আজ আমরা শরীরী হয়ে উঠি
শঙ্খ লাগা মন দুটি বেঁচে উঠুক শরীর থেকে শরীরে
আমাদের প্রেমের কবিতারা আজ সঙ্গীত হয়ে জবাব দিক সঙ্গমাবদ্ধ দু জোড়া ঠোঁটে
চরম শরীরী আবেশে আমার চোখের কোল বেয়ে গড়িয়ে আসা জল, আজ পূর্ণতা পাক তোমার ঠোঁটের ছোঁয়ায় ঠিক যেমনটা চৈত্রের উত্তপ্ত দুপুরের পর
কালবৈশাখী আসে, তছনছ করে দেয় সাজানো বাগান কে, সেইরকম... ঠিক সে রকম পাগল হাওয়া বইয়ে দাও আমার হৃদয়ে আজ
জানি মন তুমি প্লেটোনিক প্রেমে বিশ্বাসী কিন্তু আমার মনেরও যে একটা শরীর আছে!!
শরীরের একটা খিদে আছে... প্রেমে সবটা চাই... সবটা... মন সায় দেয় যেখানে শরীর তো সেখানেই জাগে...
জানি অন্তরবাসের কয়েকইঞ্চি নীচে থাকা লাল টকটকে হৃদয়ের কথা সব প্রেমিক পুরুষের জানা থাকে না শুধু লাল তিলকেই হৃদয় ভেবে আদর করে বারবার, গভীর হীরের খনিতে নামতে চায়না কেউ
শ্লেট পাথরের গায়ে অংহকারের নাম খোদাই করতে মরিয়া হয়ে ওঠে...
কিন্তু ঐ লাল হৃদয়টারও যে একটা শরীর আছে!
সেই শরীর কে চেনে ক'জন? সবাই তো মাতে যৌনতাতে... সেখানেও হৃদয়ের ক্ষত হয় কতশত... মলম লাগিয়ে দিয়ে ক্ষত ভরাট করতে পারে ক'জন
শরীরকে ভালবেসে চরম শরীর হয় ক'জন ? এসব তথ্য জানে কোন্ পরিসংখ্যান !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন