মূর্খ কাগজে আমি নারী লিখলাম
খোঁড়াখুঁড়ি। ঘোরাঘুরি
মৃদু কোলাহল। মেঘলা দিন
আঁচলে মুখ মুছলে
দুপুর
একটি গোপন খেলা
অতঃপর
মূর্খ কাগজে আমি নারী লিখলাম
সেসব খালবিলে বৃষ্টি হতে নেই
বিশ্বাস করি আসন্ন আকাশ’ও
ভরে যাবে ভিক্ষার থালার মতো
ভাগাড়ে ফুল ফুটবে বা উড়ন্ত কাক
যতটুকু পারো
বুক থেকে সিঁড়ি
সেসব খালবিলে বৃষ্টি হতে নেই
ধানরঙা শরীর ভেঙে
আমাদের দূরত্বের মাঝে
হাত বাড়িয়েছে সন্ধি
সবটুকু উষ্ণতার ভিতর
হেঁটে গেলে কোনদিন
ধানরঙা শরীর ভেঙে
বি-রতি
নতুন অতিথির আগমনে
দূরবর্তী ছায়াপথে প্রথম ফুল
হাতের তালুতে কী অকারণ ভালোলাগা
বিজ্ঞাপনে। প্রতিসরণে। প্রতিক্রিয়ায়
বিজ্ঞাপনে। প্রতিসরণে। প্রতিক্রিয়ায়
লিপিবদ্ধ নিখোঁজ টেলিস্কোপ
দূরবর্তী ছায়াপথে প্রথম ফুল
কেন্দ্র ছুঁয়ে জেগে থাকে
গভীর থেকে গভীরতর ঘুমে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন