শনিবার, ৩১ মার্চ, ২০১৮

সম্পাদকীয়





এখানে চুপ থাকতে হয় ৷যখন পাশের বাড়ির আলো নিভে যায় ৷ নামিয়ে দিতে হয় শাড়ির আঁচল ৷ঝড় আসার আগের মুহূর্তে পাখিদের তীক্ষ্ণ অথচ অন্তর্ভেদী চিৎকার ফিরে ফিরে আসে ৷ গাছেরা মুখ খুলে শুয়ে থাকে সূর্যের পাশে ৷
যেন সতীদাহ চলবে ৷ পুকুরপাড়ে দাঁড়িয়ে ভাবি অন্তঃপুরের কথা ৷ভাবি সেই সব রাতে'র কত বাতাসহীন কাহিনী । লম্ফের আলোয় ফুঁ দিতে দিতে ঠাকুমার ঘামের গন্ধ আটকে যায় ডিমের কুসুমের মত ।


তারপর একগ্রোস অভিমান জমা থাকে নিকানো মেঝে । ওগো ! পুরাতন পাটাতন পুরানো গন্ধর কথা বল ৷ যা কিছু পুরাতন সবই আমার তোমার সকালের ঘুম ভাঙা মুখের গন্ধের মত ৷
তোমায় যেদিন খোয়াইয়ের পথে দেখি বৈশাখের মাদুলী গলায় এক চুমুক ভালোবাসায় ভরে গেছিল হরিণ রঙা পথ । মাদোলে'র দ্রিমিক দ্রিমিক আওয়াজ হারিয়ার মাঝে ৷

ওগো বসন্ত এসো পুরাতন ভৃত্যরূপে আম্রকুঞ্জে


বসন্ত আঙিনায় দাঁড়িয়ে " সৃজন " এগিয়ে চলছে রোদ হয়ে ৷ " সৃজন " সাথে সাথে "আমার সৃজন" দ্বিতীয় প্রকাশ হতে চলেছে ৷ খুব শীঘ্রই আমরা শান্তিনিকেতনে বাউল গানের অনুষ্ঠান করতে চলেছি ৷ পাশে চাই আপনাদের ৷ " আমার সৃজন " পত্রিকার জন্য বিজ্ঞাপন প্রয়োজন ৷ আপনাদের পাশে চাই ভীষণ ভাবে ৷ সবাই ভালোবাসায় থাকুন । সৃজনে থাকুন ৷যখন সম্পাদকীয় লিখতে বসেছি তখন দীঘায় বসে ৷ কিছু মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সাথে ৷

এ বলিষ্ট হাতে মিলিয়ে যাবে শরীর
বেড়ে উঠবে ফেনার মত প্রেম নামক বিষয়বস্তু
নোনা হাওয়া ছুঁয়েছে চিবুক 
আরো একটু দূরত্ব সমান্তরাল হোক

মুক্তি ! 
বালির  পোকার মত নোনা সমতল আক্রান্ত করেছে
এখন শব্দময় বন্ধুত্বের থেকে ঝাউয়ের পর্যটন বড় বেশী আকর্ষণ করে .
দেখা যায় তেতলা'র বারান্দায় বসে শীর্ণ টবের মধ্যে সমুদ্র 
জীবনের পদশব্দ শুনতে পাচ্ছি দূর নীলিমায় করবীর মধ্যে 

এসো নীরবতা আলিঙ্গন করি

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদিকা
সৃজন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন