শনিবার, ৩০ জুন, ২০১৮

মানস চক্রবর্ত্তী



আঁচল সরালেই তো ...
তাহলে সরাও ।।

ঋষিখোলা থেকে সামনে যাচ্ছো  সমানে আর পেছন ফিরে ফিরে দুলিয়ে দিচ্ছো 
চাঁদের আলো শুইয়ে রাখলে বুক ভেসে গেলো সে কি তোমার নয় ... আমার চোখ ভাসিয়ে আমার রুকস্যাক  ঘেঁটেটেটে ... উফ এতই নেশা !

আমি যখন মধ্য পঞ্চাশের হীম রক্ত নিয়ে জুলুকে ঝুলে যাচ্ছি 
তুমি আঁচল সরালে 
আর আমি সিল্করুট দেখে ফেল্লুম
ওই তো কুপুপ হ্রদ ওই তো ঘোর লাগা আঁশ গন্ধ
নাথান ভ্যালি আরও চোখের সামনে তুলে ধরো
নজর হারিয়ে যাক তোমার সিল্করুটে ... ওখানে সূর্য নরম হয়ে আছে

আঁচলটা সরাও এবার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন