বলিকাঠ"
জবাই হতে হতেও টিঁকে যাই,
গলার পাশটা ধুকপুক করে
করতেই থাকে ,বলির সময়
পেরিয়ে যায়, পাপের পাহাড় জমে
আদি গঙ্গার পচা খালে লাশ
তবুও নদী নিয়ে যায় ঘর
নাভী ভেসে যায় ,পায়ে কাদা লাগে ,
মরা মানুষ নতুন করে মরে ।
বলিকাঠে মাথা রেখে চোখ দেখে
নীলাকাশ ,খুনী চোখ ,ধূ ধূ মাঠ
শেষতক দেখে নেয় বিপ্রদীপে....
প্রতিটা বলি কাঠে একেক নারী
শান্তির দূত হয়ে পেতে দেয় গলা
তাবত জীবন ধুক পুক জান
তোমার ভালো হোক, আমার জন্য
প্রস্তুত পবিত্র বলিকাঠ ॥
______
জবাই হতে হতেও টিঁকে যাই,
গলার পাশটা ধুকপুক করে
করতেই থাকে ,বলির সময়
পেরিয়ে যায়, পাপের পাহাড় জমে
আদি গঙ্গার পচা খালে লাশ
তবুও নদী নিয়ে যায় ঘর
নাভী ভেসে যায় ,পায়ে কাদা লাগে ,
মরা মানুষ নতুন করে মরে ।
বলিকাঠে মাথা রেখে চোখ দেখে
নীলাকাশ ,খুনী চোখ ,ধূ ধূ মাঠ
শেষতক দেখে নেয় বিপ্রদীপে....
প্রতিটা বলি কাঠে একেক নারী
শান্তির দূত হয়ে পেতে দেয় গলা
তাবত জীবন ধুক পুক জান
তোমার ভালো হোক, আমার জন্য
প্রস্তুত পবিত্র বলিকাঠ ॥
______
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন