শনিবার, ৩০ জুন, ২০১৮

সিলভিয়া ঘোষ

মন  খারাপের বিকেলগুলো



মেঘ করে আসা বিকেলগুলোতে হঠাৎ যখন সন্ধে নেমে আসে মন খারাপীরা চেপে বসে অনির্বাণের। 

বহুতলের জানালার বাইরে তখন শ্রাবণ নেমছে একটু একটু করে। এই নিয়ে তিন কাপ কফি হয়ে গেছে তার, কম্পিউটারে নতুন প্রজেক্টের আউট লাইন সবে ড্র করা হয়েছে, কিছুতেই আজ মন বসছে না প্রজেক্টে। খড়খড়ি দিয়ে বাইরে তাকাতে অনি দেখতে পেল সুধা মানে সুধাময়ী (সেই ক্লাস নাইনের মতো দুই বেনুনী করে লাল পেরে সাদা শাড়ী পরে) ছাতা মাথায় মেয়েকে সঙ্গে করে আলুকাবলী খেতে খেতে ফুটপাত ধরে যাচ্ছে। কত বছর পর সুধা কে দেখলো অনি। আজ সুধা কে দেখে পুরোন দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করছে অনির। সেই সব বৃষ্টির দিনে এক ছাতার ভিতর ভিজতে ভিজতে গল্পের চোটে পাপড়ি চাটটা মিইয়ে যেত কতবার...


সুধাকে দেখে আজ হিংসা হচ্ছে অনির। ও তো শুধুমাত্র সুধার  এক এবং একমাত্র  প্রেমিক হয়েই থাকতে চেয়েছিল অথচ ভাগ্য তাকে দাঁড় করিয়ে দিয়েছে কোথায়...

আজ অনির কাছে সব আছে। টাকা পয়সা, গাড়ি, বাড়ি সব সওব। নেই শুধু বাড়িটাকে ঘর বানাবার লোক। নেই পুরোন কোন বন্ধু! সময়ে সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ার তৈরিতে হারিয়ে ফেলেছে সে সব, আর যারা ছিল তারাও ছেড়ে গেছে আজ! পড়ে রয়েছে মুঠো বন্দী এক কাপ কফি আর সে! পুরানো  সব  স্মৃতি কে ভুলতে চায় অনি কিন্তু  আষাঢ়ের  হঠাৎ মেঘ করে আসা  দিনগুলো সব এলোমেলো করে দেয় সমস্ত হিসেব নিকেষ। তখনই মনে পড়ে যায়  কবীর  সুমনের সেই বিখ্যাত গান 'মনখারাপ করা বিকেল মানে  মেঘ করেছে ...'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন