মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বিদিশা দাস

ইদানীং
 
প্রতিটা সম্পর্কের একটা নিজস্ব খোলা বারান্দা থাকে,
সেখানে টুকরো আকাশ, লতিয়ে ওঠা মাধবীলতা।
শব্দ-স্পর্শ-ঘ্রাণের চিত্রবিচিত্র কারুকাজে ঋতু চেনায় সে ।
দগ্ধ বৈশাখী,ঘ্যানঘেনে শ্রাবণ বা রিনরিনে বসন্তের পয়গাম নিয়ে আসে,
অথবা হিমেল রাতের কুয়াশার শৈত্য।
 
সব অচেনাকে এড়িয়ে যাওয়া যায় না যেমন ;
তেমনি সম্পর্ক গুলোকেও !
 
ওই বারান্দাটা ঢাকা পড়ে যাচ্ছে ক্রমশ,
 
ইদানীং সম্পর্কগুলো বড় অচেনা হয়ে যাচ্ছে !
  
তবুও ফিরে ফিরে যাওয়া তাদের কাছেই,
মানুষ সামাজিক প্রাণী, আজো এই বদ্ধমূল ধারণায় বাঁচা ।।
        (২)
ভালোবাসলে তবেই ***
বিদিশা দাস
  ***
ভালোবাসলে তবেই জ্যোৎস্না মাখানো কোজাগরী মাঠ ঢুকে পড়ে ঘরে,
রঙচটা চার দেওয়ালে অলৌকিক সমুদ্রবেলা ।
দিগন্ত ছুঁয়ে যায় সুখের অনুভবে আশাবরী রাগ,
জলছবি এঁকে যায় কিছু রূপকথা।
ভালোবাসলে তবেই তো থমকে দাঁড়ায় চাঁদ
  কাঁসার থালায় পরমান্ন নিয়ে জানালায়,
একে অপরের অন্তরটিকে ছুঁয়ে দেখা যায় স্পশার্তীত বোধে,
রিক্ত হতে হতেও শাশ্বত অনন্তের দিকে যাত্রা !
 
তুমুল ভালোবাসলে তবেই ভিতর ঘরের চাবিকাঠি
  খুঁজে পাওয়া যায় শেষমেশ,
ভালোবেসেই নিঃস্ব হয়েও অনির্বাণপ্রভায় আলোকিত আনন্দবেশ ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন