মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

লক্ষ্মীকান্ত মণ্ডল


পালক 


বকের পালক খুলে পড়তেই মাথার ওপর আকাশ নীল 
স্বপ্নেরা উড়ে বেড়ায় পেঁজা পেঁজা ভবিষ্যতে, আকাশমনির 
পাতা কবেই হলুদ হয়ে গেছে দোলনকাল 
নিয়ে, সময়কে 
কাটাকুটি করছে নিঃশব্দের সুর, জড়িয়ে আসছে চোখ-
সকলেই খুলে পড়তে চাইছি স্মৃতিহীন শব্দহীন জল
ফোঁটা ফোঁটা আলোর মেঘে হাঁটছেন অনন্ত, নগ্নপা- 

নীল পাড়ায়

শুভেচ্ছা জানালেও স্বপ্ন মধুর হবে এমন নয়, তারার
দিকে তাকিয়ে অনেক দূর ডুবে যাচ্ছি, মসৃণ আকাশে 
দরজার পর্দা সরাই, পাখির ঘরে মেহেদি পাতার 
ইশারাগুলি শ্বাসের সাথে উঠানামা করে - রাতের 
এক গন্ধ আছে, তার টানেই সূর্য ফিরে আসে পুবে
জেগে থাকি সেই চেনা পৃথিবীর গ্রামের নীলপাড়ায় -

জলছাপ 

দেয়ালে বৃষ্টি ফোঁটা পড়তেই ভিজে যায় জীবন
গুর গুর শব্দে চোখ মেলে দেখে একজন অন্যজনকে 
জড়িয়ে ধরে সঙ্গমের আকাশ আঁকে, সমস্ত আলোক 
ভাগাভাগি সুতোয় পাতার ওপর বিন্দু বিন্দু, পাখির
খবরে নীরব মায়া, মাটিতে ঢেউয়ের আঘাত
লাগতেই শুকিয়ে যেতে থাকে ঋণাত্মক জলছাপ -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন