মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বিশ্বজিৎ দাস


শূন্যতাগুচ্ছ

ইনভ্যালিড জানালার দিকে ইঙ্গিত রেখে
ধ্বংসাবশেষ হয়ে উঠছে কপালস্থ ভূমি
চেন টানছে কেউ অবিরত
অপ্রকাশ্যই ছিল নিয়তি, ট্রাজেডিও পেয়েছে ঘনত্ব
জীবন ছুটছে মধ্যযুগীয় বর্বরতার গেট ভাঙতে...

শব্দহীন স্পেস তৈরি হয়েছে কয়েকদিন হৃদয়ে
কে বলতে পারে অতলে কোন্ সিদ্ধান্ত বড় হল?
হৃৎপিণ্ডের ফাঁকফোকরে জমেছে প্রশ্নাবলী
দূষণ ছড়িয়েছে অকৃতজ্ঞ জেদ পদাবলী!

মেনে নিলে তুমিও জলেরধারায় নত এক নারী...

বিচ্ছেদ মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জেনেও উপায়হীন ভাবে
কথামালা হারাও! কেন এই নীরবতার বেলফুল
এক শতাব্দী পিছিয়ে দিলে, গায়ে আধুনিকতার প্রলেপ!

শেষ বলে কিছু হয় কিনা জানি না
শিরায় দেখেছি ফিরে আসে অন্তিম বিরোধ
বারবার লজ্জাবোধক সীমানা ছাড়িয়ে এসেছি
কাছাকাছি| এমন করে তাকে পাওয়ার জন্য...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন