কথা রাখার
কথা ছিলো
কথা ছিলো ঝরে
পড়া পাতাদের জড়ো করার
মতোই, ইচ্ছেদের সাথে নিয়ে
অসহ্য জীবন ঠেলে
উঠে দাঁড়াবো
আরেকবার।
ভালোবাসার
বন্ধ্যা জমিতে
দুজনে মিলে
ফুল ফোটাবো।
কথা ছিলো
দীর্ঘ শীতের রাত পার করে,
আবার বসন্ত
হেসে উঠবে,
আমাদের
দুজনের ঠোঁটের ছোঁয়ায়।
চাঁদও হিংসে
করবে আমাদের ভালোবাসা দেখে।
কথা ছিলো
দূরে বহুদূরে,
তারাদের সাথে
নিয়ে,
ইচ্ছে নদী
দুকুল ছাপিয়ে বইবে।
স্বপ্নেরা
বেরিয়ে আসবে মৃত্যু উপত্যকা ছেড়ে।
বিশ্বাসের
পানসি বেয়ে তুমি আমি,
সীমাহীন ভেসে বেড়াবো।
কথা ছিলো, কথা থাকে,
মানুষ বদলে
যায়, মুখোশ পাল্টায়।
তারারাও থাকে, চাঁদও থাকে, নদীও থাকে,
থাকেনা শুধু
বিশ্বাস ভালোবাসায়।
প্রেমের
খেলায় স্বপ্নের পানসি
ভেঙ্গে
চুরমার হয়ে যায়।
শীত ঘুম শেষ
করে
বসন্ত জেগে
ওঠে না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন