মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

গৌতম দত্ত



কাছে এলে দূরে যাওয়া যায় –


কাছে এলে দূরে যাওয়া যায় –
দূরে গেলে কাছে।
সব রঙ মিশে গেলে নেই-রঙ আর !
সাদা বালিয়াড়ি বড় মিহি।

পরাগ ফোটে ছড়ায় ওড়ে
সব রাগ ও-
কতো রূপ কতো বর্ণ কত গন্ধ।
সময়ের সীমানায় সব যায় মিলেমিশে।
পড়ে থাকে শুধু মন।
একান্ত আপন শুধু-
ফুলে ফুলে জমা করা মধু’র মতন
অপেক্ষায় –
একরাশ আশা—আর
একবুক ভালোবাসায়।
প্রজাপতি আসে সকালবেলায়।
ফুল-মন নিয়ে উড়ে যায়
নতুন আশায়।


#####

বড় রুক্ষ হ’য়ে গেছে চারিপাশ।

বড় রুক্ষ হ’য়ে গেছে চারিপাশ।
ফনিমনসা’র কাঁটা, আলো করে আছে –
সারাটা শহর। তাও ছিল ভালো,
ভাদ্রে’র রাতে যদি ফুল দেখা যেত !
সব কিছু শেষ নাকি ?
অগষ্ট্‌ ছ’য় কিম্বা আট-এর মতো ?
শিমা—সাকি তবু পোড়াতে পারেনি –
মন- স্বপ্ন- আশা- আলো।

এখন যে ভাইরাল জ্বরে সব পুড়ে যায়।
হে মহান,
হে অনির্বান শক্তি,
সব কিছু নিয়ে নাও তুমি-।
শুধু একটুকু ভালোবাসা রেখে দিও প্লিজ্‌
বুভুক্ষু হৃদয়ে আমার !

একটুকু। এ্যাটমের মতো !
আবার গড়ে দেবো এক পৃথিবী আকাশ, নদী, পাহাড় আর
নতুন মানুষ-
যারা শুধু ভালোবাসা ছাড়া আর কিছু
বুঝবেই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন