ঝরা স্পর্শের
বৃত্তক পেরিয়ে
---------------------------------------------------------
(১ -
স্কাইলাইট)
.........................................................
যে পথে যেতে
চাই না
বারবার
আগ্নেয়গিরি নিভে যায়
বিকেল ভেজা
খাম
কিছু এলোমেলো
_____ কিছু গোছানো
পোড়া সলতের
স্তন চিরে
লোহিত সময়
ঝরে
(২ -
ঈগল্ নখের আঁচড়)
.........................................................
ছিড়ে ফেললে
অচেনা নেভিব্লু গাউন
সাদা পাতার
পুরোটা জুড়ে গ্যালাক্সি
ছায়ারও গোপন
গর্তে দেখে চতুর্দশীর চাঁদ
মুখোমুখি ঘন
আঘাত
নাভি ও
ঠোঁটের শালুক বিয়োগে
(৩ -
ইলানকলি ফুলগুলোকে)
.........................................................
বুনো স্ফটিকে
ঘামছে রাত
রাত খুঁড়লে
রাত
খিড়কি আগলানো
মাদক মরফিন
কেউ বোঝে নি
শব্দরূপের কেচ্ছা
তালাবন্ধ
সবুজের বিদ্যুৎ তামাটে প্রশ্ন ওঠায়
হিম-চুম্বকে
পদ্মযতি গর্ভাশয়ের চাষ
(৪ -
কৃষ্ণাভ বরফিলা)
..........................................................
এইমাত্র উড়ে
গেলো বেলুন
উড়ছে ঋ-কথা
তোমার নাম
পরিচয়
আমার লোভ
ছুয়ে যাচ্ছে
অস্পৃশ্য পারদ
ওভারহেড তারে
শূন্য প্রবাহ চলছেই
(৫ -
লিথিয়াম বেলুনওয়ালা)
..............................................................
চিনতাম।তোমায়।তোমাকে।ঘুঙুরে
ঘুণপোকা
ভালো
হতো।না।চিনি না।কেন।মগজে বসছে আসর
আঙুর ফল টক্
বা চিরতা মিস্টি।৭সমুন্দরে
নেশা
লাগছে।পাইটের বোতল।ভাঙলেই জন্ম
হোক সেসব
সবিস্তৃত।মোহনার জ্যা ভাঙুক
মিথেন
প্রশ্নরা মেঝে কাটে।হারাকিরি শুনেছি কেবল
(৬ -
সিলিকনিক মেঘযতির স্যিলুউট)
...................................................................
বাটার্
টোস্ট।তুলাযন্ত্র।ঘনক বিসর্গ-র ঠিকুজি
মানতে
পারো।দালির আত্মহনন্ শনি বলয়ে
মাল্টি
অরবিট্।বলে ফেলছি।ঠাপ কেবল ঠাপ
নারকেল কোরক্
ক্রমশঃ কার্বন বহুসত্ত্বার বিকেল
ঘামছি।যেন
ধূনুচীর গন্ধে কিছু স্যাঁতসেঁতে মাপ
জারজ্ বুলেট
বাবা ডাকছে।সাড়া দেওয়া অসাড়
মা-কে বলেছি আঁতুড়
সামলাও।বিসর্জিতা গুহামুখ
(৭ -
নির্দিষ্ট পতনরেখার অধঃক্ষেপ)
................................................................
তোমাকে
নিয়মরক্ষার ধর্ষনের সময়
যাযা
দেখি।প্রস্টিটিউশনের শুদ্ধতায় একলব্য কাপে
যেমন : রাগ
হলে ঘুড়ি।বা অভিমন্যুর প্ল্যানচেট
তুমি বলো রোজ
দেখছো।সেলুনের চুল কাটা
আমার কতোটা
সেভিং ক্রিম : তোমার সিম্ফনিতে
ধর্ষনেরও
কিছু গিগা-খাম্বাজ গ্রাফ আছে
তুমি সাড়া
দিলে।তবেই : জড় ও প্রাণের খোজে
চূড়ান্ত
হত্যার প্যারাবোলা।অঙ্কে কেন 0। ফেল _____
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন