মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

দিব্যেন্দু শেখর দাস


মনের ময়লা

স্লোগানে স্লোগানে ভরে গেছে দেশ
কালো ফিতে, মোমবাতি আটকাতে পারেনি নৈরাজ্যের আদেশ।
বুলেট ঝাঁঝরা করে শত শত প্রান
কোল শূণ্য হয়,মায়ের আঁচল রক্তে ভেজে
স্বাদে হিট,বাজেটে ফিট
তোদের কুকুরে  না শকুনে ছিঁড়ে খেল
কারুর কোনো মাথা ব্যাথা নেই।
বেস্ট চয়েস গরীবের রক্ত
প্রকাশ্যে আসতে দেওয়া যাবে না তাদের কষ্ট।
গলা ফোটার আগে রোলার চালিয়ে দাও
মুখ থেকে খাওয়ার কেড়ে নাও
উন্নয়নের নামে কর দাও আর নিজেন প্রয়োজনে
হাসপাতালের লাথি ঝাঁটা খাও।
বড়ো বড়ো ব্যানারে মুখ ঢেকেছে শহরের
সারি সারি ল্যাম্পপোষ্ট, আলো জেলেছে ঘরে ঘরে
রাস্তা জুড়ে গঙ্গাকল,তবে মনের ময়লা ধুতে পারেনি এখনও।


                                                


                                                                   
                                                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন