শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

অর্ঘদীপ পানিগ্রাহী



মহাজাগতিক
-

যখন আমাদের দূরত্ব আশ্রয় নেবে দূরবীনের তলায়;
আমাদের মধ্যেকার বাস্তবিক সীমারেখা যখন -
কোন দুঃখের প্রেম কাহিনীর গল্পগাথায় আটকে পড়বে,
যখন আমি আমাতে না থেকে তোমার মধ্যে খুঁজে নেব-
এক অপ্রেমিকার চোখে তার প্রেমিক কে,
যখন আমাদের চাওয়া পাওয়ার জাগতিক ইচ্ছেগুলো-
অস্তিত্ব হারিয়ে কোন সৌধের তলায় রোদ পোহাবে,
যখন আমাদের কামাক্ত শরীরের নেশারা -
সন্ন্যাসী আর সন্ন্যাসিনীর আদর্শে ব্রতী হয়ে,
পার্থিব ভাবনাদের অনেক দূরে ঐশ্বরিক ক্ষমতায়-
ঝাঁঝিয়ে নেবে নিজের নিজের ভালো থাকা না থাকার বিভেদ গুলো,
মহাশূন্যের বাইরে ও দূর কোন শ্বেতপাথরের-
শুভ্রতায়, আর তখন ই জন্ম নেবে এক ভালবাসা-
এক প্রেম, যা নৈসর্গিক ধ্রুবতারার আবেশে বেঁচে যাবে-
যুগ থেকে যুগান্তরে নিরলস প্রচেষ্টায় ভাঙা গড়ার এ জগতে..
বদলে যাওয়া ভালবাসাদের অন্তিম কবরের অন্তঃপুরে,
যে ভালবাসারা পারে নি ভালোবাসতে,
শুধু পারে বাসা বদলে হাওয়া বদল, যা আবার ম্রিয়মাণ
মহাপ্রলয়ের রাতে সে ও বদলে নেবে-
আপন কক্ষপথ বা নদীর গতিপথ বদলে,
বন্ধ্যা নদীর দুঃখের আখ্যানে আখ্যায়িত হয়ে যাবে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন