শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

বৈশাখী নার্গিস



হারানো চিঠি অথবা বাতাবিলেবু ঘ্রান 

1
রাত বেড়ে যাওয়ার ভেতর রঙ খুঁজে ফেরো তুমি। যেভাবে একটান সিগারে। তোমার ঠোট বিষ খোঁজে। একটা ডাউন ট্রেন গতি বাড়িয়ে তখন অনেকখানি পথ মেপে নিয়েছে। শরীরে বাতাবীলেবুর ঘ্রাণ।  তুমি সহজাত সুখ আপোষে বেধে রাখতে গিয়ে চটি খুঁজে পাও আলমারিরর ভেতর।
2
আমার কোনো মন খারাপের রঙ নেই। ধরে রাখা অভ্যেসের ভিড়ে বাড়তে থাকি ক্রমশ। অনেক না থাকার ভেতর হারিয়ে যেতে আর দ্বিধা হয় না। যেভাবে এড শেরান এ স্টেপ ছুঁয়ে থাকতে চেয়েছি বরাবর। আমি লিভ মি এলোন এর স্টেটাস টাঙিয়ে রাখি নাক বরাবর।
3
ছুঁয়ে দিলে পথ বলে যায় রাত কত বাকি। অসংখ্য কথার ভিড়ে স্টেশন ভুলে যাই। নামতে চেয়েও পথ ভুলি না আর। একটা সর্বস্ব হারানো চিঠির ভেতর কতগুলো স্বপ্ন গুঁজে অন্ধকার মাপি। তারপর সিড়ি বরাবর একে দিই একটা গোটা দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন