চরাচরের সামিয়ানায়
*******************
********
নদীর উত্তর পারে দেহ রয়েছে বন্ধক
আত্মা আমার বয়ে যায় উৎস থেকে মোহনা,
কত-জন্ম শত-মৃত্যুর সাক্ষী থাকছে আকাশ
জীবন গড়ার সখ মিটিয়ে এসেছি আঠেরো আনা ॥
সুখের ঠিকানায় ধুয়েমুছে যাচ্ছে শান্তির কমলা সূর্য
প্রাপ্তি খুঁজে হয়রান পোড়া মনের বিষ কংক্রিট ,
জাত ধর্ম বংশ কৌলিন্য সব মাড়িয়ে শেষমেষ
বিজয়ী হলো চুল্লির অবশিষ্ট চল্লিশ মিনিট ॥
তাই ...
ছেড়ে ছেড়ে যাচ্ছি আটচালাঘর সাঁঝবাতি আর তুলসীতলা ,
মায়ের স্পর্শ চন্ডীমন্ডপ আবদুল চাচীর নিকোনো উঠোন
আদর-আবদার-রাগ-অভিমান-যতন-সোহাগ মাখছি গায়ে
পরজন্মের জন্য গুছোচ্ছি জীবন নামের অমূল্য রতন ॥
জলের তোড়ে ভাসছে মুঠোমুঠো প্রাপ্তিসুখ
আঁজলা ভরে কুড়িয়ে তুলছি যাপনের হিসাব ,
পাওনাগন্ডা মিটিয়ে এগোচ্ছি দেনার দায়ে ,
আগামী জন্মে ফিরবো যেদিন ...
শরীরী গন্ধে উপচে পড়বে ভালোবাসার মহোৎসব ॥
|
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
পিয়াংকী মুখার্জী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন