শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

শম্পা মাহাতো,

আরাম
----------

সব ব্যথা কথা হয় না
অনুচ্চারিত শব্দ সিদ্ধান্ত বদলে যায় যতিচিহ্নে।

আমাদের কথা
কে শুনবে বলো! দেশ দশ কেউই তো ভালো নেই,

আর আমাদের বাস্তুভিটে, বাবা

তুমি মানেও যে বাবা
সে কথা কেউ না বললেও বুঝি, আজ।


যতিচিহ্ন
-----------

আমাদের শেষ কথার পরও নিস্তব্ধতা না নামা
মনে করে ইচ্ছাকৃত চুপ থাকি

তোমার কথা তোমায় না বলা কথা তোমাকেই বলব

যেভাবে মৃত্যুদিন ঘুরেফিরে আসে
যদি তুমি আসো কোনওদিন

যাবতীয় যতিচিহ্ন পার করে তোমার থেকেই
চেয়ে নেব সমস্ত আরাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন