শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

তৈমুর খান,

  
রাস্তা

রাস্তা যেমনই হোক লক্ষ্য শুধু হাঁটা
একটি পৃথিবী থেকে অন্য এক পৃথিবীর দিকে
আমাদের ভাষার ভিতরে অন্য এক ভাষা আছে
আমাদের বাঁচার ভিতরে অন্য এক বাঁচা

রাস্তা খুঁজে খুঁজে বনভোজনের মাঠে
একটি শুধু মৃত প্রেম বয়ে নিয়ে গেছি
আমরাই নক্ষত্রের সাইকেলে

 
     সবিনয় নিবেদন

তারপর সোনালি হাঁস, স্বপ্নদিঘি, চাবিগুচ্ছ
স্বপ্নের তীর ধরে সোজা হেঁটে গেছি
মৃত বিশ্বাসকে বাঁচিয়ে তুলেছি
তারপর সবিনয় নিবেদন
একে একে আকাশে বাতাসে চিঠি লিখে গেছি


   চরিত্র

সারাটা দিন অন্নহীন
শোনো, তবু কখনো চোর ছিলাম না
খড় বিছিয়ে রাত্রিযাপন
শোনো, তবু রাতে যাইনি কারও কাছে
আগুন ছিল, উত্তাপে পুড়ে পুড়ে ছাই হয়েছি
এ ছাই কেউ নেয়নি হাতে তুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন