শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

জ‍্যোতির্ময় মুখার্জি

ন‍্যাংটা বাতাস

কিছুটা রাতপোশাকে। চরম অনাসৃষ্টি
কাছে এসো বা মেঘ হয়ে
এখানে রাত ফুরালে সূর্য উঠবে না

ওরা তাদের কষ্ট বানায়
চিৎকারে। শীৎকারে
রাস্তা শেষ হলে। রাস্তা শেষ হয়না
হাত খালি। খালি পা

ওরা পেট ভর্তি করে গিলে খায় ন‍্যাংটা বাতাস



রংচটা সিঁদুর চুলে

বিরক্তিতে ভ্রু ভেঙে, সেটাই যথেষ্ট নয়
প্রয়োজন নেই অতটা দূরে পৌঁছানো

আমি নিষেধ করবনা

আলো জ্বালাও, কেউ আসুক
স্পষ্ট। কাছাকাছি
কোথাও কিছু ভিজে যাক
রংচটা সিঁদুর চুলে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন