বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

সুধাংশু চক্রবর্ত্তী



#বাঙালির বিনোদন
।। নন্দীবাড়ির বার্ষিক বিনোদনের দিনে ।।

নন্দীবাড়ির তিন শরিকই আজ বেজায় মেতে উঠেছেন আজই বার্ষিক বিনোদনের আয়োজন করা হয়েছে যে সকালে লক্কা পায়রা ওড়ানো দিয়ে শুরু হবে অনুষ্ঠান তারপর বুলবুলির লড়াই দুপুরে ঘুড়ির লড়াই বিকেলে মোরগ লড়াই দিয়ে এই বছরের মতো বিনোদন সমাপ্ত হবে এবারের মোরগ লড়াইয়ে বিশেষ পুরস্কারের বন্দোবস্ত করা হয়েছে যে-শরিকের মোরগ লড়াইয়ে জিতবে সেই শরিকই দখল নেবেন এই বাড়ির সবচেয়ে বড় ঘরখানা যেটা আপাতত তিন শরিকের মা, পরিবারের সবচেয়ে প্রবীণা শরৎশশীর দখলে রয়েছে  

শরৎশশীর তিন সন্তানই মেতে উঠেছেন বাৎসরিক বিনোদন নিয়ে তিন শরিকই জোরদার তালিম দিচ্ছেন যে-যার পায়রা, বুলবুলি এবং মোরগকে ঘুড়ির তালিমে অসুবিধা আছে বলে কেউ উৎসাহ দেখাচ্ছেন না ঘুড়ির তালিম নিতে গেলে সুতোর মাঞ্জা এবং মারপ্যাঁচ জানাজানি হবার ভয় আছে না ? 

বৃদ্ধা শরৎশশী তাঁর প্রিয় নাতি, ছোট শরিকের সন্তান, দেবঙ্করকে আড়ালে ডেকে এনে কাঁদোকাঁদো গলায় শুধোলেন নাতি, আমাকে কি আজই ঘরছাড়া হতে হবে ? 

দেবঙ্করকে মুখ টিপে হেসে চলে যেতে দেখে শরৎশশী চিন্তিত মনে শেষবারের মতো এই ঘরের আসবাবপত্রগুলোয় হাত বুলোতে বসলেন আগামীকাল কোথায় ঠাই পাবেন জানেন না

বার্ষিক বিনোদ শুরু হতে লক্কা পায়রা ওড়ানোর বাজি জিতে নিলেন বড় শরিক তেজেন্দ্রনারায়ণ পরবর্তি বুলবুলির লড়াই জিতে নিলেন ছোটো শরিক রথীন্দ্রনারায়ণের ঘুড়ির লড়াই জিতে নিলেন মেজো শরিক জ্ঞানেন্দ্রনারায়ণের বাকী রইলো মোরগ লড়াই তিন শরিকই উত্তেজনায় ছটফট করছেন তাঁদের গিন্নীদের চোখেমুখেও উৎকণ্ঠার ছাপ ফুটে উঠেছে প্রত্যেরই অন্তরে একটাই বাসনা শাশুড়িমায়ের ঘরখানা যেন তাঁরই দখলে আসে সেইমতো যেযার স্বামীকে শাসিয়েও রেখেছেন যেনতেন প্রকারেণ শেষ লড়াই জিতে নিতে হবে নচেৎ সংসারের কুটোটিও নেড়ে দেখবেন না তাঁরা  

অন্তিম অনুষ্ঠানের সময় দেখা গেল তিন শরিকেরই লড়াকু মোরগ খুঁজে পাওয়া যাচ্ছে না ! সকলেই চিরুনিতাল্লাসি চালাচ্ছেন নিজের নিজের এলাকায় এমন সময় নাতি দেবশঙ্কর চুপিচুপি এসে শরৎশশীর কানে কানে বলে গেলবড়দের বিনোদন শেষ হতে চলেছে ঠাম্মা আমাকেও একটা ব্যবস্থা নিতে হলো ছোটদের বিনোদনের জন্য আজ রাত্রে আমরা ছোটোরা মিলে রেঁধে খাবো মুরগির মাংস হি হি হি
শুনে শরৎশশী কপালে জোড় হাত ঠেকালেন ঈশ্বরকে উদ্দেশ্য করে   (২৯৯ শব্দ)
০২ জানুয়ারি, ২০১৯
বেলাভূমি’ ; হালিশহর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন