বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

পৌলমী পুরকাইত

#শূন্যতা
বিরান ধানজমির মাঝে এক লম্বা কাঁটাতারের বেড়া।
মৃদুমন্দ হাওয়া বইছে পুরো জমি ধানি জমি জুড়ে।
সে হাওয়া দিক থেকে দিগন্তে ছড়িয়ে পড়ছে ধীরে।
সে হাওয়া ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর প্রতিটা কোনে।
সে হাওয়া শুধু চলছে না আমাদের মনে!
আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা কোণ থেকে কোণে  সে ধাক্বা খেয়ে ফিরে আসছেএই বিরান ধানজমির গায়ে।
আছড়ে পড়ছে একবুক শূণ্যতা নিয়ে।
আজ আমাদের একে অপরের থেকে বহুদূরে, বিচ্ছিন্ন দ্বীপের মত বাস।
ওই কাঁটাতারের গায়ে আটকে রয়েছে আমাদের মনুষ্যত্ব, বর্ণ আর  ধর্মের শক্ত গিঁট।
কে খুলবে!? দমকা হাওয়া চাই একখানা।
প্রতিদিন মনুষ্যত্ব মাথা কুটে মরছে ওই বিরান ভূমির গায়ে।
          ----------------------////////---------------------
২০.১.২০১৯
পৌলমী

#নিখোঁজ
সারারাত প্রতীক্ষায় আছি কখন তুমি আসবে?
ঠিক ভোর বেলায় সেই তুমি একবার এসেই আবার চলে গেলে।
নাহ্ আর আসবে না!
কে আছো পাশে, চারিদিক খুঁজলাম কাউকেই তো দেখলাম না!
কে মনে করাবে আমাকে তোমার কথা!
সবাইকে জিজ্ঞসা করি এক এক করে,
তাকে দেখেছো কেউ?
কেউ বলতে পারে না, ঠৌঁট উল্টে চলে যায় সব।
কেন!কারুর কাছে কোন উত্তর নেই কেন!?
পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, ঘরের জিনিষপত্র একটানে বাইরে ফেলে দিলাম রাগে।
ডাক্তার বদ্যি, বাবার থান, মন্দিরের দুয়ারে হত্যে, মসজিদের জলপড়া সবই  তো করলাম, কিছুই কাজে লাগলো না, সব ব্যর্থ হলো।
আদাড়ে বাদাড়ে-- বাড়ির কাছের জঙ্গলে তাও পাগলের মত ঘুরে ঘুরে খুঁজলাম...পেলাম না।
একবার ভাবলাম, যাই অ্যালবাট্রেসের ডানায় ভর করে খানিক উড়ে আসি, খুঁজে আসি পৃথিবীর অপর প্রান্তটা!
কত রকম করে ভাবছি তাকে কোথায় পাই,কোথায় হারালো সে নিজেকে!
কেউ জানো, পারবে দিতে কেউ সন্ধান!?
আমার কিছু অমূল্য স্মৃতি হারিয়েছে...ফেরত চাই।
        --------------------------///////-------------------
২০.১.২০১৯
পৌলমী


#সুঘ্রাণ
এই যে এতদিন পর যে তুমি অমন করে তাকালে!
আমার বুকের ভেতর যেন লক্ষ কোটি প্রজাপতি পাখনা মেললো...
রাতের আঁধার নেমে এলে তুমি যখন সাঁঝবাতিটা এক ফুঁয়ে নিভিয়ে কানের কাছে ফিসফিসিয়ে উঠলে,"এই, একটু কাছে এসো না!"
আমার বুকে তখন সারা পৃথিবীর মাদল একসাথে বাজলো; দ্রিমি-দ্রিমি দ্রিমি-দ্রিমি দ্রিমি-দ্রিমি দ্রিম দ্রিম...
এরপর আলতো করে জড়িয়ে, তুমি যখন বিছানার চাদর আর বালিশে লেপ্টে যাওয়া মেহেদী রং এর চাঁদটার মায়াবী আলো দেখালে...
তখন, আমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ যেন আমার নিজের কানেই বড়ো বেমানান হয়ে বাজছিলো!
অপেক্ষায় আছি...
কাছে এসো, ঝড় তোলো, সেই প্রথম রাতের ঝড় তোলা আলিঙ্গন আর চুম্বনের মতো;
উড়ে যাক সব বাধা খড়কুটোর মতো।
ভালোবাসা পাখনা মেলুক ওই দিগন্তে...
লক্ষকোটি জোনাক জ্বলুক আমাদের ওই চাঁদছোঁয়া জোছনার গায়ে।
চলো আজ এক আকাশ ভালোবাসি ওই দৃষ্টি সুখের সুঘ্রানে।
         ----------------------//////-------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন