বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

সম্পাদকীয়



"There is no friend as loyal as a book"

বই হল প্রকৃত বন্ধু ৷আমাদের জীবনে এমন অনেক বন্ধু থাকে  যারা কোন না কোন সময় আমাদের ছেড়ে চলে যায় কিন্তু বই হল এমন বন্ধু যা কোনদিনই আমাদের সাথে থেকে চলে যায় না । বর্তমান সময় যখন মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে তখন এমন একটা সংখ্যা করার উদ্যোগ আমরা নিয়েছি ৷ বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা বইয়ের পরিবর্তে ভিডিও গেম ,টিভি প্রভৃতিতে সময় কাটায় ৷বই পড়ার মনষ্কতাই কমে যাচ্ছে আজকের সময়ে ৷
কিভাবে বাড়ানো যাবে এই উদ্যোগ তা জানা নেই ৷

অনেকেই বলে থাকেন তেমন লেখক কিংবা কবি  তৈরী হচ্ছে না যার বা যাদের বই পড়ে আমাদের পড়ার রসনা তৃপ্তি লাভ হতে পারে  ৷ আমাদের পরিবেশ পরিস্থিতি  আমাদের পরিশ্রম বিমুখ করে তুলেছে ৷ ব্যক্তি আমি এই মতবাদে বিশ্বাসী নই ৷ তার জলন্ত উদাহরণ হল " কলিকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র " এই লাইব্রেরীতে প্রায় ৮০ হাজারের মত বই আছে ৷আছে বহুকালের পুরানো পুঁথি এবং তথ্য ৷ যা দিয়ে দেশ বিদেশ থেকে গবেষণা করতে আসছেন গবেষকরা  ৷ বই এখনো আমাদের পথ দেখায় ৷উৎকৃষ্ট মানের বই আজও হচ্ছে ৷
 " আমার সৃজন " দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যাটির নাম তাই " বই সংখ্যা " রাখা হয়েছে ৷


পূর্ণিমার রাত ৷ আলগা বাতাসে  উড়ে যাচ্ছে যাচ্ছে সুপারী গাছের খোলা বুক বেয়ে  ৷ চারিদিক তখন নিস্তব্ধ ৷জোনাকীর ঝিঁঝিঁ আওয়াজে হেসে ওঠে নীরবতা ।রূপোলী আলোয় ম্লান দেখায়  ঠাকুরদালানের সামিয়ানা  ৷ ঠাকুরদালানের চারিদিকে
  পড়ে থাকে কাচের টুকরো  ৷ পিছনের কাছারি বাড়ির পাশ থেকে তখনও ভেসে আসছে গানের আওয়াজ ৷ লাল অালতা মাখা পায়ের ছাপ সারা উঠোন জুড়ে ...

আপনাদের ভালোবাসায় এই পত্রিকা এগিয়ে চলেছে খুব দ্রুত ৷ " আমার সৃজন" শব্দ স্পর্শ সাহিত্যের সাড়া উঠোন জুড়ে ৷আসন্ন বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলায় সবাইকে স্বাগত ৷সবাই বই কিনুন ও বই পড়ুন ৷ সৃজনে থাকুন সবাই ৷আমাদের বই সংখ্যাটিতে  কলম ধরেছেন অনেক গুণী মানুষ
সম্পাদিকা
পারমিতা চক্রবর্ত্তী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন