বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

গোপা পাল






#বই
বই বললেই যে কথাটা আমাদের মনে আসে তা হোলো জ্ঞান ছোটো থেকে জেনে এসেছি দেশ দুনিয়া সম্পর্কে জানতে হলে বই পড়তে হবে বই হোলো সব থেকে ভালো বন্ধু, যে সব সময় তোমার সাথে থাকবে জানার ইচ্ছা যার অপরিসীম তার সেই তৃষ্না মেটাতে পারে একমাত্র বই বই হোলো জ্ঞানের খনি, যতই খুঁড়বে ততই জ্ঞানের রত্নে সমৃদ্ধ হবে
বই মানব জাতির কাছে এক আশীর্বাদ স্বরূপ কোটি কোটি বই প্রকাশিত হয়েছে আজ অবদি, গুগলের পরিসংখ্যান অনুযায়ি যার সংখ্যা প্রায় ১২৯,৮৬৪,৮৮০ সভ্যতার আদি থেকে মানুষ লেখার অভ্যাস করেছে এবং এখনো লিখে চলেছে বিভিন্ন সময়ে লেখা এক একটি বই হোলো সেই সময়ের সমাজের দলিল পৌ্রানিক, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমন, দর্শন, সাহিত্য, তথ্য প্রযুক্তি ইত্যাদি প্রচুর বিষয়ে আমরা বিভিন্ন বই পেয়ে থাকি বিভিন্ন ভাষায় তথ্য অনুযায়ি একজন মানুষ তার জীবদশ্শায় প্রায় ২৬,৬৪৫ টি বই পড়তে পারে যা একজন “BIBLIOPHILES” বা বইপ্রেমীর জন্য খুব সাধারন ব্যাপার
আজকের দিনে একটি জ্বলন্ত প্রশ্ন হোলো মানুষের মধ্যে এখন বই পড়ার প্রবনতা কমে যাচ্ছে? জানার আগ্রহ মানুষের একটুও কমেনি, কিন্তু মাধ্যম বদলে গেছে, ইন্টারনেট, মোবাইল ফোন দখল করে নিয়েছে বই এর জায়গা মুহুর্তের মধ্যেই তথ্য ভান্ডার চলে আসছে আমাদের হাতেআজকের দিনে প্রতি সেকেন্ডে প্রায় ৪০,০০০ সার্চ হয় গুগলে, প্রায় ,৩০০,০০০ জন মানুষ ইউটিউব ব্যবহার করেন একদিনে , যা অনেক বেশি সহজসাধ্য বই সংরক্ষন করার থেকে অনেক লাইব্রেরী, প্রেস বন্ধ হয়ে যাচ্ছে প্রতি বছর সেই দিন সত্যি হয়তো বেশি দূরে নেই যেদিন নতুন প্রজন্ম -লাইব্রেরীর ওপর ভরসা করবে বেশি
তবু একটি বই হয়তো যতটা মানসিক সুখ দিতে পারে তা হয়তো যন্ত্র থেকে পাওয়া সম্ভব নয়, একটি শিশুর মানসিক বিকাশের জন্য বই সব সময় কার্যকরী ভুমিকা নেয় নতুন প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে আমাদেরি বাচ্চাদের মধ্যে বই পড়ার প্রবনতা বাড়িয়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে স্কুল গুলিকেও, পড়ার বই বাদেও পড়াতে হবে বিভিন্ন ধরনের বই প্রতিটা ক্লাবেও ছোটো লাইব্রেরী বানানো যেতে পারে, যেখানে সবাই যোগদান করবে, বই পড়বে, বই দান করবে, আলোচনা করবে বই কেনা সংরক্ষন যেহেতু সময় খরচা সাপেক্ষ সেহেতু লাইব্রেরী গুলোকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসতে হবে সাধারন মানুষকেই উপহার আদান প্রদান হিসেবে বই ব্যবহার করা যেতে পারে
দৈনন্দিন জীবন যাত্রায় এখন যা চাপ তা কমাতে সাহায্য করে বই পড়া, ধীরে ধীরে নিঃশব্দে কয়েক মিনিট পড়লে মন শান্ত হয় অনেক তাড়াতাড়ি, স্মৃতিশক্তি, চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে বই নিজেকে আনন্দ দিতে পারে একটি ভাল বই একজন মানুষের জ্ঞান, বিচক্ষনতা, দক্ষতা, তার ব্যবহার বিকাশে বই সব সময় অগ্রণী ভূমিকা নেয় তাই চলুনবই পড়ি, বই পড়াই

1 টি মন্তব্য: